Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

‘রং দে বাসন্তী’ প্রতিবাদীরাও ভগৎ সিংয়ের ‘ফ্যান’

Updated : 14 Dec, 2023 8:13 PM
AE: Samrat Saha
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: সংসদের নিরাপত্তা বেষ্টনী ভেদ (Security breach in Parliament) করে রঙিন ধোঁয়া ছড়িয়ে হইচই ফেলার ছক চলেছে ১৮ মাস ধরে। দফায় দফায় দেশের বিভিন্ন শহরে বৈঠক করেছে তারা। এরা প্রত্যেকেই সোশাল মিডিয়া পেজ (Social Media Page) ‘ভগৎ সিং ফ্যান ক্লাব’এর (Bhagat Singh Fan Club) সঙ্গে জড়িত বলে পুলিশ (Delhi Police) জানিয়েছে। এদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন ধারাসহ ইউএপিএতেও (UAPA) মামলা শুরু করেছে পুলিশ।

সংসদীয় নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের মতে, নতুন ভবনে দর্শকাসনের সংখ্যা বৃদ্ধি, নিরাপত্তা কর্মীর সংখ্যা কমিয়ে দেওয়া, সর্বোপরি মূল সভাকক্ষের থেকে দর্শকাসনের গ্যালারির উচ্চতা কমিয়ে দেওয়াতেই এই ঘটনা ঘটাতে পেরেছে অভিযুক্তরা। আরও একটি বিষয় এখন নজরে এসেছে। তা হল দর্শকদের তল্লাশির সময় জুতো তল্লাশি করা হয় না। এবং তারা জুতোর ভিতরেই রঙিন ধোঁয়ার কৌটো নিয়ে ঢুকেছিল।