Placeholder canvas
কলকাতা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

বন্ধ হল কলকাতায় ব্রিটানিয়ার ইউনিট, কারণ স্পষ্ট নয়

Updated : 25 Jun, 2024 5:37 PM
AE: Krishnendu Ghosh
VO: Priyanka Banerjee
Edit: Silpika Chatterjee

তারাতলায় বন্ধ হয়ে গেল ব্রিটানিয়া কম্পানির ইউনিট। সূত্রের খবর, ব্রিটানিয়ার এই ইউনিটে স্থায়ী কর্মী ছিল ১২২ জন। অস্থায়ী কর্মী ছিলেন ২৫০ জন। আড়াই হাজার টন প্রোডাকশন হতো প্রতিবছর। যে ২৫০ জন অস্থায়ী কর্মী কাজ করতেন তাঁদেরকে কোম্পানি কোনও টাকা দেওয়ার কথা ঘোষণা করেনি। এমনই বক্তব্য অস্থায়ী কর্মীদের। স্থায়ী কর্মীদের মধ্যে যারা ১০ বছরের উপরে চাকরি করছেন, তাঁদের প্রায় ২২ লক্ষ টাকা দিয়েছে সংস্থা। ৬ থেকে ১০ বছরের নীচে যাঁরা চাকরি করেছেন, তাঁদেরকে প্রায় ১৮ লক্ষ টাকা দেওয়া হয়েছে। এর নীচে যাঁরা চাকরি করেছেন তাঁদেরকে প্রায় ১৩ লক্ষ টাকা করে দেওায় হয়েছে বলে সূত্রের খবর।

কিন্তু অস্থায়ী কর্মীদের কোনও টাকা এখনও পর্যন্ত দেয়নি কোম্পানি। যদিও তারাতালা এই ইউনিট বন্ধ হওয়ার বিষয়ে কোম্পানির তরফে কোনও কারণ স্পষ্ট করে বলা হয়নি। কারখানা বন্ধ হওয়ায় শুধুমাত্র যে শ্রমিকরা কর্মহারা হয়ে পড়লেন তা নয়। এই কারখানার আশপাশে যে সমস্ত দোকানগুলি রয়েছে সেই সমস্ত ব্যবসায়ীদের ব্যবসায় কিন্তু প্রভাব পড়বে এমনই দাবি স্থানীয়দের। কারখানায় তাঁরা প্রত্যক্ষভাবে যুক্ত না থাকলেও পরোক্ষভাবে তাঁরা ওই এলাকায় ব্যবসা করতেন। কারখানা বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে হবে ব্যবসায়ীদের।