‘সাধারণ’ মেয়েকে বিয়ে করলেন ব্রুনেইয়ের রাজপুত্র
Updated : 13 Jan, 2024 10:47 PM
AE: Samrat Saha
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee
বন্দর সেরি বেগাওয়ান: এশিয়ার (Asia) অন্যতম সেরা ‘এলিজিবল ব্যাচেলর’ পাত্র বিয়ে করলেন সাধারণ পাত্রীকে। কে সেই এলিজিবল ব্যাচেলর? ব্রুনেইয়ের রাজপুত্র আবদুল মাতিন (Abdul Mateen)। ঐতিহ্যশালী ইসলামিক সুলতানাতের সদস্য হলেও আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলেন আবদুল। ইনস্টাগ্রামে তাঁকে দেখা যায় প্লেন ওড়াতে, স্পিড বোট চালাতে কিংবা শরীরচর্চার পর খালি গায়ে পোজ দিতে। ৩২ বছরের রাজপুত্র সব দিক থেকেই ‘এলিজিবল ব্যাচেলর’। তাঁকে স্বামী হিসেবে পাওয়ার কথা সমকক্ষ কোনও পাত্রীর।
কিন্তু এক সাধারণ নারীকে বিয়ে করেছেন রাজপুত্র। রাজধানীর এক মসজিদে ২৯ বছর বয়সি ইয়াং মুলিয়া আনিশা রসনাহকে বিয়ে করেন তিনি। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুধু পুরুষরাই। তবে প্রি-ওয়েডিং ফোটোশুটে মহিলারাও ছিলেন।
Tags: