Placeholder canvas
কলকাতা রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

মাত্র দশটি তুলসী পাতাই হবে আপনার জীবনের মহৌষধী!

Updated : 5 Jan, 2024 7:57 PM
AE: Samrat Saha
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: তুলসী গাছ বা তুলসী পাতার আমাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি জিনিস। তুলসী গাছের পাতা শরীরের পক্ষে খুবই উপকারী। প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রেও এর উপকারিতার কথা লেখা রয়েছে। তুলসী পাতায় (Tulsi Leaves) রয়েছে একাধিক ঔষধি গুণ। এটিকে প্রকৃতিতে পাওয়া সেরা অ্যান্টিবায়োটিক বলা হয়। আসুন জেনে নেওয়া যাক কোন কোন রোগের উপশমে তুলসী পাতার গুরুত্ব রয়েছে (Tulsi Leaves Benefits)-

খালি পেটে তুলসী পাতা খাওয়ার বহু উপকারিতা আছে। বিশেষজ্ঞরা বলেন, সুগারকে বাগে আনতে কাঁচা তুলসী পাতা অত্যন্ত কার্যকরী। তুলসীতে এমন কিছু উপাদান রয়েছে যা ইনসুলিনের ক্ষরণ বাড়াতে সাহায্য করে। ফলে রক্তে শর্করার মাত্রা থাকে নিয়ন্ত্রণে। পাশাপাশি কাঁচা তুলসী পাতা স্ট্রেস নিরাময়েও সাহায্য করে। প্রতিদিন দশটি তুলসী পাতা চিবিয়ে খেলে রক্তচাপ (Blood Pressure) নিয়ন্ত্রণে থাকে এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে থাকে। রক্তকে বিশুদ্ধ রাখতে তুলসী পাতার জুড়ি মেলা ভার।

Tags: