
Calcutta Football League | ঘরের মাঠেই কলকাতা লিগ খেলবে শহরের তিন প্রধান
কলকাতা: অবশেষে কলকাতা লিগ নিয়ে কাটল জট। এবারের টুর্নামেন্টের সব ম্যাচ নিজেদের ক্লাবের মাঠেই খেলবে শহরের প্রধান তিন দল ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহমেডান। পরের মাসের ২৫ তারিখ থেকে ‘প্রিমিয়ার-এ’ ডিভিশনের খেলা শুরু হওয়ার রয়েছে। আপাতত পঞ্চম ডিভিশনের খেলা চলছে।
শুক্রবার বিকেলে ময়দানের তিন প্রধানের মাঠ ও গ্যালারি পরিদর্শন করেন রাজ্যের পূর্ত দফতর, সেনাবাহিনী, কলকাতা পুলিশের আধিকারিকরা এবং আইএফএ-র কর্তারাও। ইস্টবেঙ্গল এবং মহামেডন ক্লাব পরিদর্শন সহজেই হয়ে গেলেও, সমস্যায় পড়তে হয় মোহনবাগান ক্লাবে গিয়ে। সবুজ-মেরুন তাবুর দরজা বন্ধ ছিল বলে জানা গিয়েছে। তবে ক্লাবের তরফে জানানো হয়, নির্ধারিত সময়ের আগে চলে আসায় গেট বন্ধ ছিল।
সেনাবাহিনী, কলকাতা পুলিশ এবং পূর্ত দফতরের তরফে অনুমতি পত্র আসবে আইএফএ-র কাছে। তারা অনুমতি দিলেই শুরু হবে প্রিমিয়ার ডিভিশনের খেলা। সূত্রের খবর, ৩০ মে লিগ আইএফএ কর্তারা তিন প্রধান ক্লাবের সঙ্গে বৈঠক সারবেন। তার পরেই হয় ঘোষণা করা হবে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের সময়সূচি।