পিএসসির প্রশ্নফাঁস মামলায় সিআইডিকে তদন্তের নির্দেশ আদালতের
Updated : 23 Apr, 2024 5:49 PM
AE: Hasibul Molla
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee
কলকাতা: পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্ন ফাঁসের অভিযোগে সিআইডিকে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এডিজি সিআইডিকে নির্দেশ, রাজ্যের যেখানে যত এফআইআর (FIR) হয়েছে, এই প্রশ্নফাঁসের সব অভিযোগ নিয়ে একসঙ্গে তদন্ত করতে হবে।
আগামী ২২ মে রিপোর্ট দিতে হবে সিআইডিকে। আপাতত ওই পরীক্ষার ফল প্রকাশ, নিয়োগ সহ সব ক্ষেত্রে স্থগিতাদেশ বিচারপতি মান্থার।
খাদ্য দফতরের সাব ইন্সপেক্টর চাকরির প্রশ্ন একদিন আগে বেরিয়ে যায়। ১৬ ও ১৭ মার্চ পরীক্ষা হয়। টেলিগ্রাম, হোয়াটলঅ্যাপে গ্রুপ করে সে সব প্রশ্ন-উত্তর বিক্রি হচ্ছে। পরীক্ষা বাতিল করার আবেদন নিয়ে মামলা। ৪৮০টি পদের জন্য প্রায় ১২ লক্ষ পরীক্ষা দিয়েছেন।
Tags: