কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

মিজোরাম, ছত্তিশগড়ে প্রচার শেষ, মঙ্গল কার কপালে?

Updated : 5 Nov, 2023 11:36 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের (Assembly Elections 2023) পলগণনা শুরু। আগামী মঙ্গলবার, ৭ নভেম্বর শুরু হতে চলেছে প্রথম দফার ভোট। সেই মতো আজ, রবিবার মিজোরাম (Mizoram) ও ছত্তিশগড়ে (Chhattishgarh) প্রচারের শেষ দিন। প্রচারের শেষ দিনে ছত্তিশগড়ে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। মঙ্গলবার মিজোরাম বিধানসভার ৪০টি আসনে এবং ৯০ সদস্যবিশিষ্ট ছত্তিশগড় বিধানসভার প্রথম দফায় ২০ আসনে ভোটগ্রহণ করা হবে। ফল প্রকাশ হবে ৩ ডিসেম্বর।

ছত্তিশগড়ের দ্বিতীয় দফার ভোট হবে ১৭ নভেম্বর। একটি বেসরকারি সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী, ছত্তিশগড়ে দাগি প্রার্থীর সংখ্যায় বিজেপি এগিয়ে রয়েছে। বিজেপির ২৬ জন প্রার্থী বিভিন্ন অপরাধে অভিযুক্ত। অর্থাৎ ২৫ শতাংশ পদ্ম প্রার্থীরই পুলিশের খাতায় নাম আছে। এছাড়া, সব দলের মোট ৪৬ জন প্রার্থী কোটিপতি। এর মধ্যে এগিয়ে রয়েছে কংগ্রেস। তাদের ২০ জনের মধ্যে ১৭ জনই কোটিপতি প্রার্থী।