Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

আজ ফের ওড়িশা, বদলা নিতে পারবে কি মোহনবাগান?

Updated : 6 Dec, 2023 6:34 PM
AE: Hasibul Molla
VO: Avik Nandi
Edit: Silpika Chatterjee

কলকাতা: মোহনবাগানের (Mohun Bagan SG) হেড কোচ হুয়ান ফেরান্দো (Juan Ferando) প্রেস কনফারেন্সে বলেছেন, তিনি বদলা হিসেবে দেখছেন না, ওড়িশা এফসি-র (Odisha FC) বিরুদ্ধে ম্যাচ অন্য আর একটা ম্যাচের মতোই। কিন্তু তিনি বললেই কি হবে? তাঁর কাছে এটা আর পাঁচটা ম্যাচের মতো হতে পারে, তাঁর দর্শনে চলা খেলোয়াড়দের কাছে হতে পারে। কিন্তু কোটি কোটি সমর্থক প্রতিশোধের ম্যাচ হিসেবেই দেখছে। ২৭ নভেম্বর যুবভারতী স্টেডিয়ামে ২-৫ ফলে লজ্জার হার শুধু হারই নয়, ওই হারেই এএফসি কাপ (AFC Cup) থেকে ছিটকে গিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড।

ঠিক ন’ দিন পর আইএসএলে (ISL 2023) সেই যুবভারতীতেই ওড়িশার মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট। সেদিন দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos), মনবীর সিংয়ের (Manvir Singh) অভাব প্রবলভাবে বোঝা যাচ্ছিল। পরিস্থিতির এমন কিছু উন্নতি হয়নি। মনবীরের চোট সারলেও তাঁর আজ মাঠে নামা নিয়ে ধোঁয়াশা আছে। দলের এক নম্বর স্ট্রাইকার পেত্রাতোসের তো সম্ভাবনাই নেই, তিনি অনুশীলন করেননি। জেসন কামিংস (Jason Cummings) কিংবা আর্মান্দো সাদিকু, কেউই মোহন সমর্থকদের আদরের ‘দিমি’র জায়গা নিতে পারছেন না।