
রাহুল সম্পর্কে কী ধারণা ছিল প্রণবের, জানালেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়
নয়াদিল্লি: “প্রণব মাই ফাদার” বইতে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় , একজন প্রাক্তন কংগ্রেস (Congress) নেতা, রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং গান্ধী পরিবারের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে তাঁর বাবার সমালোচনামূলক মন্তব্য শেয়ার করেছেন। কেন্দ্রে ইউপিএ (UPA) সরকারের আমলে প্রণব মুখোপাধ্যায়ই (Pranab Mukherjee) ছিলেন সরকার, এমনকী দলেরও মুশকিল আসান।
শর্মিষ্ঠা জানিয়েছেন, প্রণববাবু তাঁর ডায়েরিতে রাহুল সম্পর্কে খুব কম কথাই লিখে গিয়েছেন। তিনি রাষ্ট্রপতি থাকাকালীন রাহুল গান্ধী বেশ কয়েকবার তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন। একবার সেরকমই রাহুলকে বিকেলে সময় দিয়েছিলেন প্রণব। কিন্তু, সকালে প্রণব যখন মোঘল গার্ডেনে পায়চারি করছেন, তখন হঠাৎ রাহুল এসে হাজির। শর্মিষ্ঠা জানান, পরে তাঁর বাবার সঙ্গে এ ব্যাপারে কথা হলে প্রণব বলেছিলেন, রাহুল গান্ধী অফিস এএম-পিএমের ফারাকই বোঝে না, তাহলে তাঁরা আশা করেন কীভাবে যে একদিন পিএমও চালাবেন!