Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

মলয়ের অ্যাকাউন্ট নিয়ে জানতে চেয়ে ব্যাঙ্ককে চিঠি সিবিআইয়ের

Updated : 1 Dec, 2023 8:25 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: কয়লা কাণ্ডে আইনমন্ত্রী মলয় ঘটকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জানতে চেয়ে নোটিস সিবিআইয়ের। শুক্রবার কলকাতার এক বেসরকারি ব্যাঙ্কের কাছ থেকে সেই নথি তলব করা হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় কেওয়াইসি হিসাবে যে সমস্ত নথি ব্যবহার করা হয়েছে, সেই নথিও চাওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। এছাড়াও মলয় ঘটকের পরিবারের সদস্য-সহ মোট ৫ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরও চাওয়া হয়েছে। চলতি মাসের ১৩ ডিসেম্বর কলকাতার বেসরকারি ব্যাঙ্কের আধিকারিককেও তলব করেছে সিবিআই। মলয় ঘটকের ওই অ্যাকাউন্টের স্টেটমেন্টের প্রতিটি পাতায় ব্যাঙ্ক ম্যানেজারের সইও চেয়ে পাঠিয়েছে সিবিআই।

কয়লা পাচারকাণ্ডে একাধিকবার রাজ্যের আইনমন্ত্রীকে তলব করে ইডি। এবার সিবিআইও তৎপর। সূত্রের খবর, যেদিন থেকে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেই সময় থেকে এখনও পর্যন্ত প্রত্যেকটি স্টেটমেন্ট সিবিআই চেয়েছে। একইসঙ্গে ঘটক পরিবারের পাঁচ সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর চাওয়া হয়েছে। একইসঙ্গে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি কোন ঠিকানায় তাও জানতে চেয়েছে তদন্তকারী সংস্থা।