Municipal Recruitment Corruption | ফের ধাক্কা রাজ্যের! পুর নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত বহাল, নির্দেশ আদালতের
কলকাতা: পুর নিয়োগ দুর্নীতি-কাণ্ডে ফের ধাক্কা রাজ্যের। সিবিআই তদন্তে কোনও স্থগিতাদেশ দিল না হাইকোর্ট (Calcutta High Court)। সোমবার বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের বেঞ্চ জানিয়ে দিল, এই নিয়ে কোনওরকম হস্তক্ষেপ করবে না আদালত। উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)পুর-নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি তদন্ত শুরু করে ইডিও। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। সেখানেও খালি হাতে ফিরতে হয়। নির্দিষ্ট সময়ের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে মামলা হাইকোর্টে ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশে শিক্ষায় নিয়োগ সংক্রান্ত মূল মামলা বিচারপতি অমৃতা সিন্হার বেঞ্চে স্থানান্তরিত হয়। কিন্তু বেঞ্চ বদল হলেও বিচার আলাদা হয়নি। বিচারপতি অমৃতা সিন্হাও সিবিআই (CBI) তদন্তের পক্ষেই রায় দেন।
এরপরই ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। কিন্তু তাতেও কোনও লাভ হল না। সিবিআই তদন্তে কোনও স্থগিতাদেশ মিলল না। তবে এদিন বিচারপতির রোষের মুখে পড়তে হয় ইডি-সিবিআইকে। সিবিআইয়ের উদ্দেশে বিচারপতি বলেন, ‘আমরা আশা করছি তদন্তে যাদের নাম উঠেছে তাদের অনেকেই গ্রেফতার হয়েছে। এই তদন্ত অনন্তকাল ধরে চলতে পারে না।’ এরই পাল্টা সিবিআইয়ের আইনজীবী বলেন, ‘তদন্ত প্রাথমিক পর্যায়ে। অয়ন শীল গ্রেফতার হয়েছে। তবে তদন্ত চলছে।’ এদিকে এদিন আদালতে শুনানির সময় ছিলেন না ইডির কোনও আইনজীবী। ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন তাঁরা। তা নিয়েও ইডির আইনজীবীদের ভর্ৎসনাও করেন বিচারপতি।
তবে রাজ্যের আবেদনে এদিন সাড়া দিল না হাইকোর্ট। বিচারপতি রায়ে জানিয়ে দিলেন, কোনওরকম অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হবে না। আদালত এই বিষয়ে কোনও হস্তক্ষেপই করবে না। যার ফলে রক্ষাকবচ পেল না রাজ্য। সেই সঙ্গে বলা হয়েছে, ইডি এবং সিবিআইকে তদন্ত সংক্রান্ত সমস্ত নথি আদালতে জমা দিতে হবে। এই মামলার পরবর্তী শুনানি হবে ৬ জুন।