Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

ডোমকলের তৃণমূল বিধায়কের বাড়িতেও সিবিআই

Updated : 30 Nov, 2023 5:39 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

ডোমকল ও কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) ধর্মতলার সভার পরদিন বৃহস্পতিবার সকাল থেকেই তৎপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI)। এবার সিবিআই হানা দিল মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলে (Domkal)। স্থানীয় তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের (TMC MLA Jafikul Islam) বাড়িতে সিবিআইয়ের অভিযান। নিয়োগ দুর্নীতি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য বিধায়কের বাড়িতে সিবিআই হানা বলে মনে করা হচ্ছে। তবে শুধু তিনি নন, এদিন সকাল থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ কলকাতা পুরসভায় (CMC) তৃণমূলের মুখ্য সচেতক বাপ্পাদিত্য দাশগুপ্তের (Bappaditya Dasgupta) বাড়িতে হানা দিল সিবিআই (CBI Raid)। অন্য়দিকে, তৃণমূলের বিধাননগর পুরসভার (BMC) কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর (Devraj Chakraborty) বাড়িতে পৌঁছে যায় সিবিআই। দেবরাজ তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর (TMC MLA Aditi Munshi) স্বামী। এর আগেও তাঁকে একটি মামলায় তলব করেছিল সিবিআই।

Tags: