Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

ভারতের যে স্থানে এখনও লেগে আছে স্বাধীনতা সংগ্রামীদের রক্ত

Updated : 9 Aug, 2023 11:58 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

স্বাধীনতার (Freedom) ৭৫ বছর অতিক্রান্ত। কিন্তু এখনও দেশের জন্য স্বাধীনতা সংগ্রামীদের (Freedo Fighter) ত্যাগ ভোলেনি মানুষ। প্রায় ২০০ বছর ব্রিটিশ শাসন পেরিয়ে ১৫ অগাস্ট ১৯৪৭ সালের স্বাধীনতা দিবসটি (Independence day) প্রতিটি দেশবাসীর জন্য সবচেয়ে বড়। দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে এমন কিছু স্থান রয়েছে যা আমাদের মনে করিয়ে দেয় ব্রিটিশ অত্যাচারের ফলে আমাদের দেশের স্বাধীনতার জন্য করা সংগ্রামের কথা। স্বাধীনতা দিবসের দিনটি যদি এসব স্থানে কাটানো যায় তাহলে স্বাধীনতা উদযাপনের আনন্দ দ্বিগুণ হয়। এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো সেরকমই কিছু স্থান যেখানে আপনি আপনার বন্ধুদের সঙ্গে পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস উদযাপন করতে পারেন।

১) সাবরমতি আশ্রম: দেশের স্বাধীনতার পিছনে মহাত্মা গান্ধীরঅবদান ভোলার না। গুজরাটের সেই আশ্রম থেকেই গান্ধীজি ডান্ডি মার্চ শুরু করেছিলেন। সেই কারণেই এই আশ্রম আমাদের দেশের কাছে একটি বিশেষ ঐতিহাসিক ঐতিহ্য।

২) চন্দ্রশেখর আজাদ পার্ক: দেশকে স্বাধীন করতে বীর সন্তান মুক্তিযোদ্ধা চন্দ্রশেখর আজাদের আত্মত্যাগ কখনও ভোলার নয়। মাত্র ২৫ বছর বয়সে তিনি দেশের জন্য জীবন উৎসর্গ করেন। তাঁর নামেই এই স্থানের নাম করণ। স্বাধীনতা দিবসের দিনটি আরও  ভালো করে কাটাতে আপনি এই স্থান থেকে একবার ঘুরে আসতেই পারেন। 

৩) ওয়াঘা বর্ডার: ১৫ আগস্টের ঠিক একদিন আগে ওয়াগাতে বিটিং রিট্রিট অনুষ্ঠানও অনুষ্ঠিত হয় এবং দেশপ্রেমের রঙে নিজেকে রাঙানোর জন্য দূর-দূরান্ত থেকে মানুষ এখানে পৌঁছায়।

৪) শহীদ স্মৃতিসৌধ দিল্লী: দিল্লির জাতীয় শহীদ স্মৃতিসৌধ আমাদের দেশের বীর সন্তানদের আত্মত্যাগ সম্পর্কে আমাদের সচেতন করে তোলে। এছাড়াও স্বাধীনতা দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে এবং দিল্লি লাল কেল্লায়  কুচকাওয়াজ ও পতাকা উত্তোলনও দেখতে যেতে পারেন এই স্থানে।