Placeholder canvas
কলকাতা রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে, অভিযোগ শোভনদেবের

Updated : 30 May, 2024 9:02 PM
AE: Abhijit Roy
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

খড়দহ: কেন্দ্রীয় বাহিনী (Central Force) বিজেপির (BJP) হয়ে কাজ করছে খড়দহে। মানুষের বাড়ি গিয়ে কড়া নাড়ছে কেন্দ্রীয় বাহিনী। খড়দহে অভিযোগ করলেন শোভনদেব চট্টোপাধ্যায়। সপ্তম দফায় লোকসভা নির্বাচন হতে চলেছে। শেষ দফার ভোটের আগে দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত খড়দহ বিধানসভার বিভিন্ন গ্রামের দিকে কেন্দ্রীয় বাহিনী মানুষের বাড়িতে গিয়ে কড়া নাড়ছে। তা মানুষকে আতঙ্কিত করছে। তারা বিজেপির হয়ে কাজ করছে বলে খড়দহে অভিযোগ করলেন খড়দহের বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

উল্লেখ্য, এর আগেও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগ তুলেছে তৃণমূল। এমনকী ভোটের দিন ভোটারদের বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে। তাদের কথার গুরুত্ব দিচ্ছে না বাহিনী। তবে বাহিনী সেই অভিযোগকে গুরুত্ব দেয়নি। এই নির্বাচনে স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করে ভোট হয়েছে।