Placeholder canvas
কলকাতা বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫ |
K:T:V Clock

ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী আসতে পারে রাজ্যে

Updated : 22 Feb, 2024 6:18 PM
AE: Samrat Saha
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

কলকাতা: লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার আগেই কি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী (Central Force)? সব স্পর্শকাতর, সংবেদনশীল বুথের তালিকা চেয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। সূত্রের খবর, এ মাসের শেষের দিকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চলে আসতে পারে্। গত লোকসভা নির্বাচনের (Loksabha Vote) দিন ঘোষণার পরে কেন্দ্রীয় বাহিনী এসেছিল। এবার রাজ্যের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে। আগামী ৪ মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।

৫ মার্চ পুলিশ প্রশাসন ও সব রাজনতৈকি দলের সঙ্গে বৈঠক করবে ওই ফুল বেঞ্চ। সংবেদনশীল বুথের তালিকা খতিয়ে দেখতে গত লোকসভা ভোট ও বিধানসভা ভোটের পরিস্থিতিও খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে সন্দেশখালি কাণ্ড নিয়ে উত্তপ্ত রাজনৈতিক মহল। তারই মধ্যে আর কিছু দিনের মধ্যে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চলে আসতে পারে বলে জানা গিয়েছে।