Hari Krishna Dwivedi | মেয়াদ বাড়ল মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর
কলকাতা: মেয়াদ বাড়ল মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর (Chief Secretary Hari Krishna Dwivedi)। আজ ৩০ জুন অর্থাৎ শুক্রবারই মুখ্যসচিব হিসেবে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তার আগেই আরও ছ’মাস মেয়াদ বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। আগেই মেয়াদ বাড়ানোর বাড়ানোর আর্জি জানিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছিল রাজ্য। প্রয়োজনীয় নথিপত্রও জমা দেওয়া হয়েছিল। শুক্রবারই মিলল সবুজ সঙ্কেত। রাজ্য প্রশাসনে অত্যন্ত কাছের দ্বীবেদী। পঞ্চায়েতের (Panchayat Vote) আগে তাঁর মেয়াদ বাড়ায় পঞ্চায়েত ভোটের আগে রাজ্য প্রশাসনে কোনও রদবদল প্রয়োজন হচ্ছে না।
দ্বিবেদীর মেয়াদ যাতে না বাড়ে, তার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) কাছে দরবার করেছিলেন। যদিও শুভেন্দুর ঘনিষ্ঠ সূত্রে বিষয়টি বারবারই উড়িয়ে দেওয়া হয়েছে। তবে রাজ্য বিজেপিরই একাংশের বক্তব্য, শুভেন্দু যে দ্বিবেদীর মুখ্যসচিব পদে মেয়াদবৃদ্ধি যে না পাসান্দ তা বলার অপেক্ষা রাখে না। তবে কেন্দ্রের তরফে সবুজ সঙ্কেত না মিললে বি পি গোপালিকা মুখ্যসচিব হতে পারেন, এমনটাও শোনা যাচ্ছিল। তবে আর কোনও জল্পনা রইল না।
উল্লেখ্য, হরিকৃষ্ণ দ্বিবেদীর আগে মুখ্যসচিব ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তাঁর ক্ষেত্রেও মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। তবে, সেই সময় রাজ্য ও কেন্দ্রের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। এই ক্ষেত্রে সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল না। ২০২১ সালের ৩১ মে মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নিয়েছিলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। তার আগে দীর্ঘ প্রায় ৯ বছর ধরে রাজ্যের অর্থ দফতরের প্রধান সচিব হিসেবে দায়িত্ব সামলেছেন। ২০১২ সালে অর্থসচিব পদে দায়িত্ব গ্রহণ করেন, ২০২০ সালে দায়িত্ব নেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব পদে। মুখ্যসচিব পদে দ্বিবেদীর মেয়াদবৃদ্ধি প্রশাসনিক ও রাজনৈতিক গুরুত্ব অনেকটাই বাড়ল। যেহেতু দোরগোড়ায় পঞ্চায়েত ভোট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee Chief Minister of West Bengal) আস্থাভাজন। প্রশাসনিক স্তরে সবটাই তার হাতের তালুর মধ্যেই রয়েছে। তাতে অনেকটাই নিশ্চিন্ত মুখ্যমন্ত্রী।
অন্যদিকে শুভেন্দু বারবার দ্বিবেদীকে নিশানা করছিলেন। তিনি বারবার অভিযোগ করেছিলেন মুখ্যসচিব তৃণমূলের হয়েই কাজ করে। তার পদের নিরপেক্ষতা বজায় রাখে না। কিন্তু শুভেন্দু আবেদনে কোনও কাজ হল না। বিরোধী দলনেতার আপত্তি উড়িয়েই মেয়াদ বাড়ল দ্বিবেদীর। কয়েকদিন আগেই পঞ্জাবের মুখ্য সচিবের মেয়াদ বাড়ানোর আর্জি খারিজ করে দিয়েছে কেন্দ্র। এর মধ্যেই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে হরিকৃষ্ণ দ্বীবেদীর। রাজ্য প্রশাসনও স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু প্রশ্ন উঠছে যেখানে পাঞ্জাবের মুখ্য সচিবের মেয়াদ বৃদ্ধির আবেদন ফিরিয়ে দিল কেন্দ্র সেখানে পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের মেয়াদ কেন বানানো হল? প্রশাসনের একাংশ বলছেন রাজ্য কেন্দ্রের বিবাদের মধ্যেই রাজ্যকে একটি ইতিবাচক বার্তা দিল কেন্দ্র। আবার অনেকেই বলছেন যেহেতু সামনেই পঞ্চায়েত নির্বাচন তাই হরিকৃষ্ণ দ্বিবেদীকে ছয় মাসের জন্য মেয়াদ বাড়ানোর আবেদন মঞ্জুর করল। এই মেয়াদবৃদ্ধিতে খানিক বাড়তি উচ্ছ্বসিত তৃণমূল শিবির।