Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Manipur Violence | কেন্দ্রীয় সরকার কোমায় চলে গিয়েছে, মণিপুর নিয়ে তোপ পি চিদম্বরমের

Updated : 23 Jul, 2023 6:32 PM
AE: Abhijit Roy
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

ইম্ফল: মণিপুরের (Manipur) ঘটনাকে লঘু করে দেখা হচ্ছে বলে অভিযোগ তুললেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury)। মণিপুরের ঘটনায় বিজেপিকে (BJP) তোপ অধীর চৌধুরীর। রবিবার তিনি বলেন, মণিপুরের থেকে ওটা কম, ওটার থেকে মণিপুর বেশি এই তুল্যমূল্য ফারাক কেন করা হচ্ছে? তাঁরা কি সত্যি জনপ্রতিনিধি। এক জন জনপ্রতিনিধি কোথায় ধর্ষণ কম তার বিচার করে? মণিপুরকে হাল্কা করার জন্য ছত্তিশগঢ়, রাজস্থান নিয়ে চলে এলেন। সাদার সঙ্গে কালো মিশিয়ে দেওয়া হচ্ছে। মণিপুর ভয়ঙ্কর পরিস্থিতর দিকে এগিয়ে চলেছে। সেখানকার নাগা সম্প্রদায়ের মানুষ প্রতিবাদ করতে শুরু করেছেন। আরেকটা খারাপ খবর। মিজোরামে বসবাসকারী মণিপুরীদের একটি গ্রুপ বলছে তোমরা মণিপুর ছেড়ে চলে যাও। পাশে মায়ানমার বর্ডার সেখানে চীনের নানা উস্কানিমূলক কাজ চলে। ভারতের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আমি এই আশঙ্কা প্রকাশ করছি। 

এদিকে প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম (P Chidambaram) মণিপুরের সঙ্গে বিহার, পশ্চিমবঙ্গ, রাজস্থানের তুলনা করায় বিজেপিকে তোপ দাগেন তিনি। তিনি বলেন, উত্তরপূর্বের (North East) রাজ্যে সরকার ভেঙে পড়েছে। কেন্দ্রীয় সরকার (Central Government) কোমায় চলে গিয়েছে। তিনি প্রশ্ন ছুড়ে দেন, উপত্যকায় কোনও কুকি (Kuki) রয়েছেন? চূড়াচাঁদপুরে (Churachandpur) কোনও মেইতেই (Meitei) রয়েছেন? অন্য পাহাড়ি জেলায় কোনও মেইতেই রয়েছেন? অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) বলেন, যে কোনও রাজ্যেই মহিলাদের উপর নির্যাতন হৃদয় বিদারক। এটা রাজ্যের দায়িত্ব মহিলাদের প্রতি অপরাধ দূর করা। আমি বিরোধীদের প্রতি অনুরোধ করব, আলোচনা থেকে দূরে সরে যাবেন না। এরকম স্পর্শকাতর বিষয়কে বিরোধীদের রাজনীতিকরণ করা উচিত নয়। 

মেইতি  এবং কুকিদের মধ্যে জাতিগত সংঘর্ষের দীর্ঘ কয়েক মাস ধরে উত্তপ্ত উত্তর-পূর্বের এই রাজ্য। হিংসায় এ পর্যন্ত ১৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। রাজ্যের বিভিন্ন অংশ থেকে অগ্নিসংযোগ, লুট, হিংসার ঘটনা অব্যাহত। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে মহিলাদের উপর পাশবিক শারীরিক নির্যাতনের ছবিও ধরা পড়েছে। ভাইরাল ভিডিও দেশব্যাপী ক্ষোভের জন্ম দিয়েছে এবং কংগ্রেস দাবি করেছে, যে হিংসা বিধ্বস্ত রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,  ওই নারকীয় দৃশ্য দেখে আমাদের হৃদয় কাঁদছে। এ কোন দেশ? এই ঘটনা সারা দেশের লজ্জা।