Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

একাধিক নাট্যদলের অনুদান বন্ধ করল কেন্দ্র

Updated : 5 Aug, 2024 5:11 PM
AE: Abhijit Roy
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee

কয়েকদিন আগেই ফেডারেশন এবং পরিচালক গিল্ডের দ্বন্দ্বে অচলাবস্থা তৈরি হয়েছিল টলিপাড়ায়। দফায় দফায় বৈঠক, নানান আলাপ আলোচনার পর অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে পাওয়া যায় সমাধান সূত্র। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নজরে একাধিক নাট্যদল। আচমকাই রাজ্যের বেশ কয়েকটি নাট্যদলের রেপার্টরি অনুদান বন্ধ করল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। তালিকায় রয়েছে মেঘনাদ ভট্টচার্য (Meghnad Bhattacharya), দেবেশ চট্টোপাধ্য়ায় (Debesh Chatterjee), পৌলমী চট্টোপাধ্যায়ের মতো জনপ্রিয় নাট্য ব্যক্তিত্বেরও।

জানা যাচ্ছে, সারা দেশের একাধিক নাট্যদলের উপরেই কোপ পড়েছে। তার মধ্যে কলকাতা ও জেলা মিলিয়ে এ রাজ্যের প্রায় ৩০টি দল রয়েছে। অনুদান বাতিলের দলগুলোর মধ্যে রয়েছে, ‘সায়ক’, ‘প্রাচ্য’, ‘মুখোমুখি’-র মতো শহরের অতি পরিচিত নাট্যদল। তেমনই আবার রয়েছে, ‘কল্যানী নাট্যচর্চা’, ‘অশোকনগর নাট্যমুখ’, ‘গোবরডাঙা শিল্পায়ন’, ‘মহিষাদল শিল্পকৃতি’-র মতো জেলার দলও। অভিযোগ উঠেছে, এইসব দলের সদস্য বা কর্ণধারদের কেন্দ্রীয় সরকার বিরোধী অবস্থান দেখেই তাঁদের অনুদান সরিয়ে বঞ্চনার মুখে ফেলা হয়েছে।