Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

বর্ষবরণের মুখে কোভিডের লালচোখ, সতর্কতা কেন্দ্রের

Updated : 19 Dec, 2023 7:13 PM
AE: Hasibul Molla
VO: Avik Nandi
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: ভেবেছিলেন ইংরেজি বর্ষশেষ (Year End) এবং বর্ষবরণের (New Year) সপ্তাহে চুটিয়ে আনন্দ-হইহুল্লোড়ে মেতে উঠবেন? কিন্তু, ফের মাথার উপর খোলা তলোয়ার নিয়ে ঘোরাচ্ছে কোভিডের (Covid 19) নয়া প্রজাতি (New Variant)। আর যে কারণে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে (States and UTs) পরামর্শবার্তা পাঠাল কেন্দ্রীয় সরকার (Central Govt)। সোমবার কেন্দ্রের পাঠানো ওই সাবধানতাবার্তায় করোনা পরীক্ষা এবং নজরদারি জোরদার করতে বলা হয়েছে। সম্প্রতি ভারতে কোভিডের নয়া প্রজাতি জেএন.১-এর (JN.1) হদিশ মেলায় নড়েচড়ে বসেছে কেরল (Kerala) সরকার। এমনকী কর্নাটক (Karnataka) সরকারও এদিন বয়স্কদের ফের মাস্ক পরার পরামর্শ দিয়েছে।

জেএন.১ কেরলে কয়েকদিনের মধ্যে ছড়িয়ে পড়েছে। তার পরেই এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব সুভাষ পন্থ রাজ্যগুলিকে এক বার্তায় লিখেছেন, কোভিড ১৯ বাড়তে থাকায় এবং কেরলে জেএন.১-এর সংক্রমণের হদিশ মেলায় নজরদারি বাড়াতে হবে। তিনি আরও বলেছেন, কেন্দ্র ও রাজ্যগুলিকে যৌথভাবে সংক্রমণের হার নিয়ন্ত্রণে রাখা জরুরি। তাই ক্রমাগত এদিকে নজর রাখার পরামর্শ দিয়েছে কেন্দ্র। রাজ্যগুলিকে প্রতিদিন জেলাওয়াড়ি রিপোর্ট পাঠানোর পরামর্শও দেওয়া হয়েছে।