Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

আজ ভাগ্য বদলের সম্ভাবনা ৫ রাশির জাতকের

Updated : 24 Apr, 2024 6:19 PM
AE: Abhijit Roy
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

রাশিফল: আজ বুধবার ২৪ এপ্রিল, (Wednesday Horoscope) চন্দ্র শুক্রের রাশি তুলায় প্রবেশ করবে। আজকের দিনে সিদ্ধি যোগ, ব্যাতিপাত যোগ ও স্বাতি নক্ষত্রের শুভ সংযোগে কয়েকটি রাশির জাতকের উপার্জনের একাধিক পথ প্রশস্ত হবে। আবার বাড়তি লাভেরও সুযোগ আসতে পারে। আসুন এক নজরে দেখে নিন কোন কোন রাশির জাতকের ভাগ্য বদল হবে –

মেষ রাশি: কার্যশৈলী উন্নত করার ভালো সুযোগ আসবে। নিজের কাজের মাধ্যমে বরিষ্ঠদের মন জয় করতে পারবেন। বাড়তি লাভে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে পারে।

বৃষ রাশি: এই রাশির জাতকদের আজকের দিনটি অত্যন্ত শুভ। জীবনে নতুন কাজে সাফল্য লাভের সুযোগ পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে। আর্থিক পরিস্থিতি উন্নত হবে।

মিথুন রাশি: বিশেষ কোনও উপহার পেতে পারেন। দাম্পত্য জীবনে প্রেম থাকবে। চাকরিজীবী জাতকরা কাজে ব্যস্ত থাকবেন। আপনার কাজ প্রশংসা লাভ পাবে।

কর্কট রাশি: দিনভর ভালোভাবে নিজের কাজ এগিয়ে নিয়ে যেতে পারবেন। ব্যবসায় আয় বাড়তে পারে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে।