স্বপ্নের সত্যিটা কী? উত্তর দেবে রুমি!
Updated : 2 Apr, 2024 7:58 PM
AE: Abhijit Roy
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee
কলকাতা: অন্ধকারে সবাই দৃষ্টিহীন, কিন্তু এই গল্পটা এমন একজনের যার দৃষ্টিই অন্ধকার। এই গল্পটা এমন একজন গোয়েন্দার যাঁর সত্যি দেখার জন্য চোখের প্রয়োজন নেই। রুমির গল্প নিয়ে আসছে ভিকি জাহেদ (Vicky Zahed) পরিচালিত সিরিজ ‘রুমি’। নাম ভূমিকায় দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)-কে। সোমবার সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেল রুমির ট্রেলার (Rumi: Official Trailer)।
Tags: