Placeholder canvas
কলকাতা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

বিক্রমের ছবি তুলল চন্দ্রযান ২-এর অরবিটার, পোস্ট করে আবার ডিলিট করল ইসরো 

Updated : 25 Aug, 2023 8:26 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবস্থান করছে ইসরোর চন্দ্রযান ৩ (Chandrayaan 3) মিশনের ল্যান্ডার বিক্রম (Vikram) এবং রোভার প্রজ্ঞান (Pragyan)। প্রজ্ঞান চলে ফিরে বেড়াচ্ছে এবং ল্যান্ডার দাঁড়িয়ে আছে তার অবতরণ পয়েন্টে। বিক্রমের ছবি তুলল চন্দ্রযান ২-এর (Chandrayaan 2) অরবিটার। সেই ছবি সোশ্যাল মিডিয়া এক্স-এ (যার নাম আগে টুইটার ছিল) পোস্ট করল ইসরো (ISRO)। পোস্ট করার কিছু সময় বাদে আবার তা মুছেও দেওয়া হল। 

ভারতের মহাকাশ গবেষণা সংস্থার তরফে ছবি পোস্ট করে লেখা হয়, চন্দ্রযান ৩-এর ল্যান্ডারের ফোটোশুট করল চন্দ্রযান ২-এর অরবিটার। ইসরো এও জানায়, চন্দ্রযান ২-এর অরবিটারের হাই-রেজোলিউশোন ক্যামেরার মতো ভালো ক্যামেরা আর কারও নেই। অন্তরীক্ষ থেকেই চাঁদের মাটিতে বিক্রমকে স্পট করেছে সে। 

আরও পড়ুন: ভারত-চিন সীমান্ত উত্তেজনা প্রশমনে সহমত মোদি-জিনপিং 

২৩ অগাস্ট, বুধবার বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে (Lunar South Pole) যান পাঠিয়েছে ভারত (India)। এতকাল নাসা সহ বিভিন্ন দেশের মহাকাশ গবেষণা সংস্থা যত যান পাঠিয়েছে তা সবই চাঁদের নিরক্ষরেখার কাছাকাছি, যে জায়গা সম্পর্কে বিজ্ঞানীদের কিছুটা জ্ঞান আছে। কিন্তু ছায়াচ্ছন্ন দক্ষিণ মেরু একেবারেই অজানা, অচেনা। বিশাল বিশাল জ্বালামুখ, গভীর খাদ নিয়ে এক বিপদসঙ্কুল জায়গা সেটি। সেখানেই সফট ল্যান্ডিং প্রযুক্তি কাজে লাগাতে সফল হয়েছে ইসরো। 

ল্যান্ডিংয়ের দিন থেকে ১৪ দিন পর্যন্ত কাজ করবে প্রজ্ঞান। এই ১৪ দিন টানা দিনের আলো থাকবে, সেই সৌরশক্তিতেই বলীয়ান হয়ে কাজ করবে রোভারটি। তারপর নিষ্ক্রিয় হয়ে যাবে। এই ১৪ দিনেই যতটা সম্ভব ‘অনুসন্ধান’ চালাবে প্রজ্ঞান। যা যা তথ্য সে খুঁজে বের করবে তা পাঠিয়ে দেবে ল্যান্ডার অর্থাৎ বিক্রমের কাছে। বিক্রম তা পৃথিবীতে ইসরোর বৈজ্ঞানিকদের সেসব পাঠিয়ে দেবে। 

মহাকাশ গবেষণায় ঐতিহাসিক সাফল্যের অনতিবিলম্বেই অভিনন্দন জানিয়েছিলেন নাসার (NASA) প্রধান বিল নেলসন (Bill Nelson)। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান ৩ সফল অবতরণ করানোর জন্য ইসরোকে অভিনন্দন। চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে কোনও মহাকাশযান সফট ল্যান্ডিং করানোর জন্য ভারতকে অভিনন্দন। এই মিশনে আপনাদের সহযোগী হতে পেরে আমরা খুশি।”