আসতে চলেছে সেই মাহেন্দ্রক্ষণ, পৃথিবী ছেড়ে চাঁদের পথ ধরবে চন্দ্রযান ৩
নয়াদিল্লি: ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) শ্রীহরিকোটা থেকে মহাকাশে পাড়ি দিয়েছে ‘চন্দ্রযান ৩’ (Chandrayaan-3)। পৃথিবীকে (Earth) প্রদক্ষিণ করতে করতেই ক্রমশ পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে ইসরোর এই মহাকাশযান। এবার ঘর ছেড়ে চাঁদের পথ ধরতে চলেছে চন্দ্রযান। ট্রান্সলুনার ইঞ্জেকশনের মাধ্যমে চাঁদের কক্ষপথে ছুড়ে দেওয়া হবে তাকে। ইসরো (ISRO) জানাচ্ছে, ঘর ছেড়ে বেরনোর সময় এসে গিয়েছে। আজ অর্থাৎ সোমবারই চাঁদের কক্ষপথের দিকে ঠেলে দেওয়া হবে চন্দ্রযানকে।
মোট পাঁচ বার পৃথিবীকে পরিক্রমা শেষে চাঁদের দিকে এগিয়ে যাবে চন্দ্রযান-৩। নির্দিষ্ট অবস্থানে এসে চাঁদের দিকে গতিপথ নির্দিষ্ট করবে। এটিই লুনার ট্রান্সফাল ট্রাজেক্টরি (Lunar Transfer Trajectory)। বর্তমানে পৃথিবীর পঞ্চম তথা শেষ কক্ষপথে অবস্থান করছে চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। সোমবার থেকে চাঁদের দিকে এটিকে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হবে। এরপর অঙ্ক মেনে প্রবেশ করবে চাঁদের কক্ষপথে। ইতিমধ্যেই পৃথিবীর চারপাশে ঘুরে কক্ষপথের আয়তন ক্রমশ বাড়িয়ে নিয়েছে চন্দ্রযান ৩। এখন পৃথিবীর আকর্ষণ ক্ষেত্রের মধ্যে থাকলেও সেখান থেকে সহজে বেরনোর পর্যায়ে পৌঁছে গিয়েছে চন্দ্রযান।
ইসরোর তরফে জানানো হয়েছে, চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করবে চন্দ্রযান ৩-র ল্যান্ডার এবং রোভার। ৭০ ডিগ্রি দ্রাঘিমায় অবতরণ করার কথা এই মহাকাশযানের। এই এলাকাটি চাঁদের দক্ষিণ মেরু থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত। এখনও পর্যন্ত যে তিনটি দেশ চাঁদে পা রেখেছে, তাদের কেউই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে পারেনি। চাঁদের নিরক্ষীয় অঞ্চলের কাছে অবতরণ করেছে তারা।