Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

২৩ অগাস্ট ইতিহাস গড়বে ভারত, চন্দ্রযান ৩-এর চাঁদে অবতরণ? কখন-কোথায় লাইভ দেখা যাবে জানুন

Updated : 22 Aug, 2023 8:13 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী থাকতে চলেছে ভারত (India)। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, চাঁদের মাটিতে অবতরণ করতে চলেছে ভারতের চন্দ্রযান ৩ (Chandrayaan-3)-র ল্যান্ডার বিক্রম। ইতিমধ্যেই সেই মাহেন্দ্রক্ষণের দিনক্ষণ ঘোষণা করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)। জানানো হয়েছে, আগামী বুধবার ২৩ অগাস্ট সন্ধে ৬টা বেজে ৪ মিনিটে চাঁদে নামবে চন্দ্রযান-৩। সেই ঐতিহাসিক মুহূর্তের লাইভ দেখতে পাবেন আপনিও। কখন থেকে শুরু হবে চন্দ্রযান ৩-র চাঁদে অবতরণের লাইভ সম্প্রচার? 

ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর তরফে জানানো হয়েছে, আগামী ২৩ অগাস্ট, বুধবার চন্দ্রযানের সফট ল্যান্ডিং প্রক্রিয়ার লাইভ স্ট্রিমিং হবে একাধিক প্ল্যাটফর্মে। ঘরে বসেই চাঁদে চন্দ্রযানের অবতরণ দেখার সুযোগ মিলবে। বিকেল ৫টা বেজে ২৭ মিনিট থেকে শুরু হবে লাইভ সম্প্রচার। অর্থাৎ সবকিছু ঠিকঠাক চললে চাঁদে অবতরণের শেষ ৪৪ মিনিটের যাত্রাপথ সরাসরি সম্প্রচার করবে ইসরো।

ইসরোর অফিসিয়াল ওয়েবসাইট isro.gov.in, ইউটিউব চ্যানেল, ইসরোর ইউটিউব পেজ, ইসরোর ফেসবুক পেজ এবং ডিডি ন্যাশনাল টিভিতে সম্প্রচার হবে চন্দ্রযান ৩-এর সফট ল্যান্ডিং। বুধবার যদি চাঁদে নামতে পারে চন্দ্রযান ৩-র ল্যান্ডার বিক্রম, তাহলে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে ভারত। আর সার্বিকভাবে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে অবতরণের নজির গড়বে। চাঁদে অবতরণের পর ল্যান্ডারের পেট থেকে রোভার বেরিয়ে আসবে। যা চাঁদে পরীক্ষা-নিরীক্ষা চালাবে।

ইসরো তরফে বলা হয়েছে, চন্দ্রযান ৩-এর সফট ল্যান্ডিং একটি ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে। যা শুধুমাত্র কৌতূহল তৈরি করছে তা নয়, দেশের তরুণ প্রজন্মের মধ্যে অন্বেষণের আবেগও জাগিয়ে তোলে। আমরা সম্মিলিতভাবে ভারতীয় বিজ্ঞান ও প্রযুক্তির পরাক্রম উদযাপন করার সঙ্গে সঙ্গে গর্ব এবং একতার গভীর অনুভূতি তৈরি করব। এটি বৈজ্ঞানিক অনুসন্ধান এবং উদ্ভাবনের পরিবেশ গড়ে তুলতে অবদান রাখবে। দেশব্যাপী সকল বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানকে এই ঐতিহাসিক অনুষ্ঠানে সক্রিয় ভূমিকা পালনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ইসরোর তরফে। দেশের প্রতিটি পড়ুয়া চন্দ্রযান ৩-এর চাঁদে অবতরণের সাক্ষী থাকতে পারে।