Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

চাঁদের কক্ষপথে আবর্তন শেষ, এবার ল্যান্ডার ‘বিক্রমে’র পৃথক হওয়ার পালা

Updated : 16 Aug, 2023 9:06 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

বেঙ্গালুরু: চাঁদের আরও কাছাকাছি চন্দ্রযান ৩। বুধবার ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানিয়েছে, চাঁদ থেকে এখন চন্দ্রযান ৩-এর দূরত্ব মাত্র ১৫৩ কিমি। মহাকাশযান খুবই সাফল্যের সঙ্গে চাঁদের কক্ষপথে ঘুরছে। এদিন ইসরো চন্দ্রযানের আবর্তনের আরও একটি সুনির্দিষ্ট কৌশলে তাকে আরও একধাপ এগিয়ে দিয়েছে বলে দাবি করে। এর ফলে মহাকাশযান এখন ১৫৩ কিমি এবং ১৬৩ কিমি উপবৃত্তাকারে আবর্তিত হতে শুরু করেছে। ইসরোর পরবর্তী অপারেশন হবে আগামিকাল, ১৭ অগাস্ট। মূল মহাকাশকাযান থেকে ল্যান্ডার ‘বিক্রম’ পৃথক হয়ে যাবে। ধীরে ধীরে মহাকাশযানের দূরত্ব যখন চাঁদের ১০০ কিমির মধ্যে চলে আসবে তখন ল্যান্ডার বিক্রম পৃথক হয়ে চক্রাকারে এগিয়ে যাবে চন্দ্রপৃষ্ঠের দিকে।

এদিন ইসরো এক এক্স বিবৃতিতে জানিয়েছে, এদিন সফলভাবে শেষ জ্বালানি বিস্ফোরণ ঘটিয়ে চন্দ্রযানকে চাঁদের আরও কাছে নিয়ে গিয়েছে। মহাকাশযানের চাঁদকে আবর্তনের কাজ শেষ। অর্থাৎ, এবারে ল্যান্ডার বিক্রম মহাকাশযানের শরীর থেকে আলাদা হয়ে এগিয়ে যাবে চাঁদের দিকে। এদিন ছিল পঞ্চম এবং অন্তিমবারের মতো চাঁদের কক্ষপথে আবর্তন।

গত ২৫ জুলাই পৃথিবীর কক্ষপথে পঞ্চম ও শেষ আবর্তন শেষ করে চন্দ্রযান ৩ সফলভাবে তার গতি বাড়িয়ে চাঁদের কক্ষপথে পাড়ি দেয়। ২৫ জুলাই ভারতীয় সময় দুপুর ২টো থেকে ৩টের সময় পঞ্চম ও শেষ আবর্তন সম্পূর্ণ করে। ইসরো জানিয়েছে, গত ১ অগাস্ট মধ্যরাত থেকে রাত ১টা নাগাদ চন্দ্রযানের ট্রান্সলুনার ইনজেকশন হয়েছে। পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে চাঁদের দিকে মহাকাশযান অগ্রসর হওয়ায় স্বাভাবিকভাবেই বিজ্ঞানীরা খুশি। এরপর চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুর কোনও জায়গায় অবতরণ করবে। আগামী ২৩ অগাস্ট বিকেল সাড়ে ৫টা নাগাদ অবতরণের সময় নির্ধারিত আছে।

প্রসঙ্গত, গত ১৪ জুলাই, শুক্রবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে দুপুর ২টো ৩৫ মিনিটে চন্দ্রযান ৩-এর সফল উৎক্ষেপণ হয়। এটা ভারতের তৃতীয় চন্দ্রাভিযান। সফল উৎক্ষেপণের রুদ্ধশ্বাস কিছু মুহূর্ত কেটে যাওয়ার ঘোর ভাঙতেই আনন্দে আত্মহারা হয়ে পড়েন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীরা। কেউ হাততালি দিয়ে চিৎকার করে ওঠেন, কারও বা আবেগে চোখ ফেটে জল বেরিয়ে আসে। পরস্পর পরস্পরকে জড়িয়ে ধরেন।  উৎক্ষেপণ কেন্দ্রের বাইরেও হাজার হাজার দর্শক আনন্দে উদ্বেল হয়ে ওঠেন। 

গত ২০ জুলাই পৃথিবী থেকে আরও দূরে এবং চাঁদের (Moon) আরও কাছে চলে যায় চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। পৃথিবীকে (Earth) প্রদক্ষিণ করতে করতেই ক্রমশ পৃথিবী থেকে দূরে সরে যায় ইসরোর এই মহাকাশযান। প্রত্যেকবার প্রদক্ষিণ করার পর কক্ষপথ আরও লম্বা হয়েছে অর্থাৎ পৃথিবী থেকে দূরত্ব বেড়ে যায়।