চাঁদের কক্ষপথে প্রবেশ করল ‘চন্দ্রযান-৩’, অপেক্ষা সফল ল্যান্ডিংয়ের
বেঙ্গালুরু: চাঁদের (Moon) পাড়ায় প্রবেশ করেছে চন্দ্রযান-৩। তবে এখানেই পদক্ষেপ শেষ নয়। ২৩ অগাস্ট এখনও ‘বড় খেলা’ বাকি রয়েছে। ‘চাঁদের মাধ্যকর্ষণ অনুভব করছি’, চন্দ্রযান-৩-এর তরফে শনিবার এই সুখবর দিয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। অর্থাৎ এখনও পর্যন্ত সফল অপারেশন ইসরো-র। শনিবারের সাফল্যের পর রবিবার রাতেও চন্দ্রযান-৩-এর উপর নজর রাখবে ইসরো-সহ ওয়াকিবহল মহল।
ইসরো সূত্রে জানা গিয়েছে, গত ১৪ জুলাই দুপুর ২টো ৩৫ মিনিটে শ্রীহরিকোটা থেকে উত্ক্ষেপণ হয় চন্দ্রযান-৩। তারপর ২২ দিন পর এদিন সন্ধ্যায় চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান-৩। ইসরো আরও জানিয়েছে, ৭টা ১২ মিনিটে অপারেশন শুরু হয়। ১৮৩৫ সেকেন্ড ধরে চলে। তাতেই লক্ষ্যপূরণ। চাঁদের ১৬৪ কিলোমিটার বাই ১৮ হাজার ৭৪ কিলোমিটারের উপবৃত্তাকার কক্ষপথে পৌঁছে গিয়েছে চন্দ্রযান-৩। এই নিয়ে তৃতীয় বার চাঁদের কক্ষপথে পৌঁছল ইসরো। পরবর্তী অপারেশন আগামিকাল রাত ১১টায় বলে জানা গিয়েছে। বলা যায় এবার চাঁদের আরও কাছে যাওয়ার পালা ইসরোর চন্দ্রযানের।
দফায়-দফায় ৫ বার চাঁদের কক্ষপথ বদলাবে চন্দ্রযান-৩। এরপর যানের প্রাথমিক লক্ষ্য, চাঁদের ১০০ কিলোমিটারের গোলাকার কক্ষপথে পৌঁছনো। তারপর আগামী ১৭ অগস্ট প্রপালশন মডিউল থেকে ল্যান্ডার বিচ্ছিন্ন হবে। সেটাই বড় পরীক্ষা। এরপর সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ অগস্ট বিকালে চাঁদের দক্ষিণ মেরুতে নামবে ল্যান্ডার বিক্রম।
প্রসঙ্গত, এর আগে চাঁদের মাটি ছুঁয়েছে আমেরিকা, রাশিয়া, চিন। চন্দ্রযান-৩ যদি ঠিকঠাক চাঁদের মাটি স্পর্শ করতে পারে, তাহলে চন্দ্রযান পাঠানোয় ভারত হবে চতুর্থ দেশ। চাঁদের মাটি স্পর্শ করার ক্ষেত্রে ভারত চতুর্থ দেশ হতে চললেও দক্ষিণ মেরুতে পৌঁছনোর ক্ষেত্রে প্রথম হওয়ার সুযোগ পেতে চলেছে ভারত। কেননা কোনও দেশের যান এখনও পর্যন্ত চাঁদের দক্ষিণ মেরুতে নামেনি।