Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock

নতুন বছরে নয়া চমক মোদির, ফের দেশে আসছে চিতা

Updated : 29 Dec, 2024 3:23 PM
AE: Samrat Saha
VO: Juhita Ghosh
Edit: Mousumi Biswas

নয়াদিল্লি: নতুন বছরে (New Year) ফের দেশবাসীকে নয়া চমক দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Pm Narendra Modi)। ফের আসছে চিতা (Cheetah)। আরও ২০টি চিতা আসছে ভারতে। এগুলির গন্তব্য দক্ষিণ আফ্রিকা (South Africa) থেকে মধ্যপ্রদেশে (Madhypradesh)। তবে এবার ঠিকানা বদলেছে। এবার আর কুনোর জঙ্গলে চিতাগুলির ঠাঁই হবে না, রাজ্যের গান্ধী সাগরে (Gandhdi Sagar) থাকবে এরা।

বন দফতর সূত্রে খবর, প্রস্তুতি মোটামুটি শেষের পর্যায়ে। তাদের শিকার করার জন্য আনা হয়েছে চিতল হরিণ।

২০২২ সালের ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর জন্মদিনে দক্ষিণ আফ্রিকার নামিবিয়া থেকে ৮ টি চিতা ভারতে আনেন। ২০২৩-এ ফের ১২টি চিতাকে আনা হয়। তাঁদের রাখা হয়েছিল কুনোর জাতীয় উদ্যানে। সেখানেই সন্তানের জন্ম দেয় তারা। তবে মর্মান্তিক হল কুনোর আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে না পারায় মৃত্যুর কোলে ঢলে পড়ে তারা। ১১ টি চিতা মারা যায় শারীরিক অসুস্থতা সহ আনুসঙ্গিক কারণে।

জানা গেছে, নতুন চিতাদের মধ্যপ্রদেশে গান্ধীসাগর জাতীয় উদ্যানে ছাড়ার আগে কুনোর জঙ্গল থেকে একটি মা চিতা ও তার দুই সন্তানকে এই জঙ্গলে ছাড়া হবে।

৫০-এর দশকে যখন ভারতের বুক থেকে চিতার অস্তিস্ত্ব মুছে গিয়েছিল তখন চিতা দেশে আনার উদ্যোগ নেন প্রধানমন্ত্রী। ২০২২ সাল  মোদির হাত ধরে চিতা পা রাখে ভারতের মাটিতে। তিন বছর পর, আবারও নতুন বছরে আসতে চলেছে চিতা।