Placeholder canvas
কলকাতা সোমবার, ২৪ মার্চ ২০২৫ |
K:T:V Clock

দুদিনের অগ্রিম বুকিংয়েই প্রায় ৬ কোটি আয় ছাবার

Updated : 13 Feb, 2025 5:20 PM
AE: Parvej Khan
VO: Subhangi Mukhopadhay
Edit: Aiyushe Maity

আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ছাবা (Chhava)। ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর নির্ভর করে বানানো ঐতিহাসিক ছবি ছাবা। এই ছবির প্রচারে কিছুদিন আগেই শহর থেকে ঘুরে গিয়েছেন ভিকি কৌশল। ছবি মুক্তির আগে অগ্রিম বুকিংয়ে কত আয় করল জানেন? ছবি নিয়ে যে এবার দর্শকদের মধ্যেও উত্তেজনার পারদ চড়ছে সেটা বোঝা যাচ্ছে। রেকর্ড সংখ্যক টিকিট বিক্রি হয়েছে।

ভ্যালেন্টাইনস ডে-তে সেদিনই প্রেক্ষাগ্রহে মুক্তি পেতে চলেছে ভিকি কৌশল (Vicky Kaushal) এবং রশ্মিকা মান্দনা (Rashmika Mandanna) অভিনীত ‘ছাবা। ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর নির্ভর করে বানানো ছাবা (Chhava 2 Lakh Tickets Sold) আসছে আগামী শুক্রবার। বিভিন্ন রাজ্য ঘুরে ‘ছাবা’ প্রচার করছেন ছত্রপতি সম্ভাজির চরিত্রে অভিনয় করা ভিকি। ‘ছাবা’ টিমের সঙ্গে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে পুজো দিলেন ভিকি কৌশল ও রশ্মিকা মন্দনা। ইনস্টাগ্রামে ভিকি স্বর্ণমন্দিরের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন এবং হরমন্দির সাহিবে প্রার্থনা করার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। কদিন আগেই ছবির প্রচারের কলকাতা থেকে ঘুরে যান ভিকি। ছবি নিয়ে যে এবার দর্শকদের মধ্যেও উত্তেজনার পারদ চড়ছে সেটা বোঝা যাচ্ছে। রেকর্ড সংখ্যক টিকিট বিক্রি হয়েছে ভিকির ছবির। সবে মাত্র দুদিন হল এই ছবিটির অ্যাডভান্স বুকিং শুরু হয়েছে। আর ৪৮ ঘণ্টার মধ্যেই প্রায় ২ লাখ টিকিট বিক্রি হয়েছে ছবিটির। সচনিল্কের রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার বিকেল পর্যন্ত ১ লাখ ৮৮ হাজার টিকিট বিক্রি হয়েছে। ফলে ভারতে এখনও পর্যন্ত ছবিটি মুক্তি পাওয়ার আগেই ৫ কোটি ৪ লাখ টাকা আয় করে ফেলেছে।