Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী

Updated : 6 Mar, 2024 8:44 PM
AE: Samrat Saha
VO: Tosmina Khatun
Edit: Silpika Chatterjee

কলকাতা: আইসিডিএস কর্মী (ICDS Worker), আশা কর্মী, আইসিডিএস হেল্পারদের বেতন বৃদ্ধি (Salary Increased) করা হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সকালে ফেসবুকে এই ঘোষণা করেন। জানা গিয়েছে, আশাকর্মী এবং আইসিডিএস কর্মীদের ৭৫০ টাকা করে বেতন বাড়ানো হয়েছে। আইসিডিএস হেল্পারদের ৫০০ টাকা করে বেতন বৃদ্ধি হয়েছে। এপ্রিল মাস থেকে তা কার্যকর হবে।

সকাল ১০ টায় কী পোস্ট করবেন মুখ্যমন্ত্রী? সকাল থেকে সেদিকেই নজর ছিল রাজ্যবাসীর। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গতকাল লিখেছিলেন, আগামিকাল সাধারণ মানুষের জ্ঞাতার্থে একটি বিশেষ ঘোষণা। সময় সকাল ১০টা। এরপর তিনি জানিয়েছেন, নজর রাখুন আমার ফেসবুক পেজে। তবে বুধবার সকালে তিনি ফেসবুকে কী পোস্ট করবেন তা নিয়ে জল্পনা শুরু হয়। কী বিষয়ে ঘোষণা হবে তা নিয়ে বিষয়টি প্রকাশ্যে আসার পরই সর্বত্র চর্চা শুরু হয়।