Placeholder canvas
কলকাতা রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

Mamata Banerjee | Egra | এগরা কাণ্ডে নতমস্তকে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী

Updated : 27 May, 2023 4:55 PM
AE: Hasibul Molla
VO: Priti Saha
Edit: Monojit Malakar

এগরা: এগরা বিস্ফোরণ কাণ্ডে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মঞ্চে দাঁড়িয়েই মাথা নত করে এই ঘটনায় ক্ষমা চান তিনি। শনিবার এগরার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, এগরার ঘটনায় আমাদের চোখ খুলে দিয়েছে। এই ঘটনায় আমরা খুবই দুঃখিত। মাথা নত করে আপনাদের কাছে ক্ষমা চাইছি। এদিন এগরার খাদিকুলে যান মুখ্যমন্ত্রী। সেখানে বিস্ফোরণে মৃতদের পরিবারের সঙ্গে কথাও বলেন তিনি। পাশাপাশি মৃতদের পরিবার হাতে আড়াই লক্ষ টাকার চেক সহ একজনকে হোমগার্ডে চাকরির নিয়োগপত্র তুলে দেন মমতা। আগমীকাল থেকেই কাজে যোগ দেওয়ার কথা ঘোষণাও করেন তিনি।

এদিন সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, রাজনীতি করতে এগরায় আসিনি। মানবিক কারণে সাহায্য করতে এসেছি। অবৈধ বাজি কারখানায় অনেক গরিব কাজ করেন। আমরা মুখ্যসচিবের নেতৃত্বে একটি কিমিটি গড়েছি। সরকারি উদ্যোগে বেআইনি বাজি কারখানার ক্লাস্টার তৈরি করব। ফায়ার ক্র্যাকার না করে গ্রিন ক্র্যাকার তৈরির দিকে নজর রাখা হবে। তাতে চাকরিটাও বাঁচবে। এমন দুর্ঘটনা হবে না। শব্দবাজি কারখানা অবৈধ। লোভে পড়ে অনেকে এই বাজি তৈরি করতে যান। তাতে প্রাণহানি হয়। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ছোটোদের পড়াশোনা চালানোর অসুবিধা হলে সেটাও প্রশাসন দেখবে বলে জানান মমতা।

একইসঙ্গে বেআইনি বাজি কারখানা রুখতে সাধারাণ মানুষকেও এগিয়ে আসতে বলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, অবৈধ বাজি কারখানা দেখলেই ওসিকে রিপোর্ট করবেন। যদি ওসি কোনও ব্যবস্থা না নেন আমার উপর ছেড়ে দিন। কথা না শুনলে ওসিকে চেঞ্জ করে দেব।

খাদিকুলে গত ১৬ মে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয় কারখানার মালিক ভানু বাগ-সহ মোট ১১ জনের। সিআইডি তদন্তে উঠে এসেছে, বিস্ফোরণের পর আহত ভানু পড়শি রাজ্য ওড়িশায় পালিয়ে গিয়ে সেখানকার একটি হাসপাতালে জাল আধার কার্ড দিয়ে ভর্তি হন। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।