Placeholder canvas
কলকাতা সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

পুলিশ টাকা তুললেই সরাসরি ফোন করুন, নির্দেশ মমতার

Updated : 24 Aug, 2023 11:41 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: পুলিশ অবৌধভাবে টাকা তুলছে, এমনই অভিযোগ তুললেন খোদ মুক্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের একাংশের উপর ক্ষুব্ধ মুখ্য়মন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই ছোট ব্যবসায়ীদের জন্য আইডি কার্ড করার নির্দেশ দিলেন মমতা। তাঁর অভিযোগ, অবৈধভাবে পুলিশের একাংশ টাকা তুলছে। পুলিশ যাতে কোনও টাকা নিতে না পারে তার জন্য সরাসরি তাঁকে ফোন করে অভিযোগ জানানোর নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে সরকারি কর্মসূচি ছিল। সেখানে ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের মাস উদ্‌যাপন এবং বাংলার শাড়ি উদ্বোধনের কর্মসূচি ছিল। সেই অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি চিফ সেক্রেটারি ও হোম সেক্রেটারিকে বলছি, ক্ষুদ্র ব্যবসা যাঁরা করেন তাঁদের সকলকে একটি কার্ড তৈরি করে দিতে হবে। সেটায় পশ্চিমবঙ্গ সরকারের সিলমোহর থাকবে। তাঁদের কাছ থেকে পুলিশ কোনও টাকা নিতে পারবে না। বা কেউ কোনও আলাদা ট্যাক্স নিতে পারবে না।

মুখ্যমন্ত্রী বলেন, সবাই টাকা তোলে না। পুলিশের একাংশ টাকা তুলছে আর বদনাম হচ্ছে সকলের। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন পুলিশের উদ্দেশ্যে, টাকা নিতে কে বলেছে? যদি দেখেন কেউ টাকা নিচ্ছে সরাসরি মুখ্যমন্ত্রীতে অভিযোগ করবেন।