
দিদি নম্বর ওয়ান শোয়ে অংশ নিলেন মুখ্যমন্ত্রী
কলকাতা: দিদি নম্বর ওয়ানে (Didi No One) শ্যুটিং করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শোয়ের ওই বিভাগে অংশ নিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ঘরণী ডোনা গঙ্গোপাধ্যায়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন ডোনা। শোয়ে প্রতিযোগীদের লুচি বেলা ও ভাজতে হয়েছিল। পরে লুচির বদলে রুটি নিয়ে আসা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিযোগিতাং অংশ নেননি। তিনি বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন। প্রতিযোগিতায় অন্য দুজন হলেন গায়িকা শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় ও অরুন্ধতী হোমচৌধুরী। অনুষ্ঠান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, খুব ভালো প্রোগ্রাম হয়েছে।
বুধবার বেলা ১২টা নাগাদ শ্যুটিং করতে ডুমুরজলা স্টেডিয়ামে পৌঁছন মুখ্যমন্ত্রী। রাজ্যের মহিলাদের উজ্জীবিত করাই ছিল এই শোয়ের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে শৈশব থেকে এখন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের যাত্রাপথের কথা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর জীবন সংগ্রামের কথা বলেছেন তিনি। মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর উপর জোর দেওয়া হয়েছে। তিনি বলেন, রাজ্য সরকার মহিলাদের এসব স্বনির্ভর প্রকল্পে খুব সহজে ঋণ দিচ্ছে। অনুষ্ঠানে পলাশ ফুলের ছবি আঁকেন মুখ্যমন্ত্রী। গান করেন। মন্ত্রী ইন্দ্রনীল সেন মুখ্যমন্ত্রীর লেখা ও সুর করা গান গেয়ে শুনিয়েছেন। গত ১৫ বছর ধরে এই শো করছেন রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি দিদির কাছে কৃতজ্ঞ। এত বছর ধরে আমার শোয়ের যে সুনাম তা দিদির উপস্থিতিতে পূর্ণতা পেল।