Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

জারি হল জরুরি অবস্থা, দাবানলে হাহাকার চিলিতে

Updated : 5 Feb, 2024 3:01 PM
AE: Hasibul Molla
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee

সান্তিয়াগো: দাবানলে জ্বলছে গোটা একটা শহর, জ্বলেপুড়ে যাচ্ছে বাড়িঘর। গত দু’দিন ধরে দাবানল ছড়িয়েছে মধ্য চিলির ভালপারাইসো (Valparaiso) এলাকায় (Chile Forest Fires)। সেই আগুন সর্বগ্রাসীর মতো ছড়িয়ে পড়ছে আশপাশের শহরগুলিতে। আকাশ থেকে বৃষ্টির মতো ঝরছে ছাই। এখনও পর্যন্ত ১১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ঝলসানো মৃতদেহ।

চিলির মধ্যাঞ্চলীয় বনাঞ্চলের বেশ কয়েকটি জায়গায় ভয়াবহ আগুন লাগে। দাবানলের গ্রাসে জ্বলতে থাকে জঙ্গল। সেই আগুনই ক্রমে ছড়িয়ে পড়েছে ঘনবসতি এলাকায়। ভালপারাইসোর বহু এলাকা এখন ঘন কালো ধোঁয়ার ঢেকে গেছে। একরের পর একর জমি দাউ দাউ করে জ্বলছে। হাজারখানেকেরও বেশি বাড়ি পুড়ে গেছে বলে খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে। ওই অঞ্চলের কোনেও কোনেও জায়গার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গেছে বলেই জানা যাচ্ছে। দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক (President Boric)। দ্রুত এলাকা খালি করার ঘোষণা করা হয়েছে।