Placeholder canvas
কলকাতা সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

India – China: লস্কর নেতা মাক্কিকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণায় বাধা কাটল

Updated : 17 Jan, 2023 7:30 PM
AE: Samrat Saha
VO: Soumi Ghosh
Edit: Arpan Ghosh

নয়াদিল্লি: ভারতের (India) লাগাতার চাপে শেষমেশ ‘একঘরে’ হয়ে যাওয়া চীন (China) লস্কর (Lashkar-e-Toiba) প্রধান হাফিজ সইদের (Hafiz Saeed) শ্যালক মাক্কিকে (Abdul Rehman Makki) আন্তর্জাতিক সন্ত্রাসবাদী (Global Terrorist) হিসেবে মেনে নিতে চলেছে। দীর্ঘদিন ধরে কুখ্যাত এই জঙ্গি নেতাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তালিকাভুক্ত করার বিষয়ে অরাজি ছিল বেজিং। কিন্তু, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের (UN Security Council) ১৫ সদস্যের মধ্যে ১৪ দেশ মাক্কিকে নিয়ে সহমত ছিল। শুধু এই পদক্ষেপের বাধা ছিল চীনের প্রাচীর। এবার তারাও ‘কৌশলগত’ আপত্তি প্রত্যাহার করে নেওয়ায় লস্কর নেতা মাক্কিকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণায় বাধা কাটল।

পাকিস্তানের মাটিতে জঙ্গি কার্যকলাপ, পাক জঙ্গিগোষ্ঠী ও কুখ্যাত জঙ্গিদের রাষ্ট্রসঙ্ঘের আন্তর্জাতিক তালিকাভুক্ত করার বিষয়ে লাগাতার প্রয়াস চালিয়ে আসছিল ভারত। বছরের পর বছর ধরে সেই প্রয়াসে বাধা সৃষ্টি করছিল চীন। একপ্রকার পাকিস্তানের দালাল হিসেবে চীন কৌশলগত কারণ দেখিয়ে আপত্তি জানিয়ে যাচ্ছিল। পরিবর্তে চীনের জিনজিয়াং প্রদেশের ইউঘুরে সুন্নি মুসলমানদের উপর লালফৌজের দমনপীড়ন চলছিল। যে ঘটনায় পাকিস্তানের সাহায্যে গোটা মুসলিম দুনিয়াকে বোবা করে রেখেছিল চীন।

বাকি খবর শুনুন পডকা'য়