Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

প্রয়াত ‘চৌরঙ্গী’-র গীতিকার মিল্টু ঘোষ

Updated : 1 Mar, 2024 8:43 PM
AE: Hasibul Molla
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

কলকাতা: ২০২৪-এর ফেব্রুয়ারিতে এক এক করে চলে গেলেন চৌরঙ্গী ছবির তিন তারকা। অভিনেত্রী অঞ্জনা ভৌমিক, সুরকার ও প্রযোজক অসীমা মুখোপাধ্যায়ের পর না ফেরার দেশে পাড়ি দিলেন ‘চৌরঙ্গী’-র গীতিকার মিল্টু ঘোষ (Miltu Ghosh Passes Away)। জানা গিয়েছে বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ হাসপাতালে চিরঘুমের দেশে চলে গেছেন তিনি। মৃত্যুকালে গীতিকারের বয়স হয়েছিল প্রায় ৯০ বছর।