Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock

ক্রিসমাস ইভে ক্যাথিড্রাল চার্চে উপস্থিত হন মুখ্যমন্ত্রী

Updated : 25 Dec, 2024 4:00 PM
AE: Hasibul Molla
VO: Subhangi Mukhopadhyay
Edit: Dipa Naskar

কলকাতা: ডিসেম্বরের শহর। উৎসবের আলোয় ভাসছে তিলোত্তমা। বোড়দিন উপলক্ষে সেজে উঠেছে শহরের প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিট-সহ কলকাতার বিভিন্ন প্রান্ত। আর আজ ক্রিসমাস। ইতিমধ্যেই শহরের গির্জায় গির্জায় শুরু হয়েছে যিশুর আবাহন। ক্রিসমাস ইভ থেকেই ক্যারলের সুরে মাতোয়ারা হয় মানুষজন। আর গতকাল রাতে অর্থাৎ ক্রিসমাসের আগের দিন, ক্রিসমাস ইভের দিন  সেন্ট পলস ক্যাথিড্রালে বিশেষ প্রার্থনার জন্য সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাও। যিশু খ্রিস্টের প্রার্থনা শেষে ফাদারের আর্শীবাদও নিতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

গতকাল অর্থাৎ মঙ্গলবার মুখ্যমন্ত্রীকেও মেতে উঠতে দেখা গেল ক্রিসমাস ইভের অনুষ্ঠানে। তবে শুধুমাত্র যে এবছর তিনি উপস্থিত হলেন সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে তা কিন্তু নয়, প্রতবছরই মুখ্যমন্ত্রী বড়দিন উপলক্ষে ক্যাথিড্রালে যান মুখ্যমন্ত্রী। তবে এবছর তাঁকে দেখা গেল সেন্ট পলস ক্যাথিড্রালে মাঝরাতের ক্যারলে অংশ নিতে।

মুখ্যমন্ত্রী কোন উৎসবই যে ছোট করে দেখেন না তার প্রমাণ এর আগেও দেখা গেছে। দুর্গাপুজো থেকে শুরু করে ইদ, বড়দিন সব উৎসবই সমান গ্রহণযোগ্যতা পেয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। ইতিমধ্যেই ক্রিসমাস উপলক্ষে মেতে উঠেছে শহর। আর এবার তাতে সামিল হতে দেখা গেল মুখ্যমন্ত্রীকেও।