Placeholder canvas
কলকাতা শনিবার, ২৭ জুলাই ২০২৪ |
K:T:V Clock

ঠান্ডা-গরমে বাড়ছে মাইগ্রেনের কষ্ট!

Updated : 21 May, 2024 8:43 PM
AE: Pratyay Das
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

হেলথ নিউজ: মাইগ্রেনের (Migraine) সমস্যা অনেককেই ভোগায়। রীতিমতো মাথার যন্ত্রণায় (Headache) যেন ভিতরের শিরা উপশিরা ছিড়ে যাচ্ছে মনে হয়। সম্প্রতি মেডিক্যাল জার্নাল ‘ল্যানসেট’-এ প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, এই সমস্যার পিছনে রয়েছে জলবায়ুর পরিবর্তনের প্রভাব। বিশ্ব উষ্ণায়নের ফলেই মাইগ্রেনে বাড়ছে আক্রান্তের সংখ্যাও।

রিপোর্ট বলছে, শুধু মাইগ্রেন নয়, মস্তিষ্কের জটিল স্নায়ুর রোগ অ্যালঝাইমার্স-এ আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়ছে জলবায়ুর পরিবর্তনে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, খুব বেশি গরম কিংবা খুব ঠান্ডা, কোনওটিই মস্তিষ্কের পক্ষে ভালো নয়। আবহাওয়ার খামখেয়ালীতে ঘুমের স্বাভাবিক চক্রে ব্যাঘাত হয়। পর্যাপ্ত ঘুম না হলে মস্তিষ্কের স্নায়ুর নানা রকম সমস্যা হতেই পারে। সারা বিশ্বে ১৯৬৮ থেকে ২০২৩ পর্যন্ত ৩৩২টি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী আবহাওয়ার পরিবর্তন স্নায়ুর সঙ্গে সম্পর্কযুক্ত বলা হয়েছে।