কেদারনাথে মেঘ ভাঙা বৃষ্টি, আটকে ২০০ পুণ্যার্থী, ফুঁসছে মন্দাকিনী
২০১৩ সালে স্মৃতি উস্কে ফের মেঘ ভাঙা বৃষ্টি কেদারনাথে (Kedarnath Cloudburst)। লাগাতার বৃষ্টিতে কার্যত ধুয়ে-মুছে গিয়েছে ৩০ মিটার দীর্ঘ রাস্তা। পাহাড়েও নেমেছে ধস। জানা গিয়েছে, প্রায় ২০০-র কাছাকাছি পর্যটক আটকে পড়েছেন কেদারনাথে (Kedarnath)। আবহাওয়া পরিস্থিতির খারাপ হওয়ার কারণে কেদারনাথ যাওয়ার রাস্তা একাধিক জায়গায় আপাতত বন্ধ করা হয়েছে। লাগাতার ভারী বৃষ্টিতে ভাসছে দিল্লি, বৃষ্টি-ধসে বিপর্যস্ত ওয়েনাড। দেশজুড়ে শুধু মাত্র বিপর্যয়, স্বজনহারাদের হাহাকারের ছবি।
কেদারনাথ যাওয়ার পথে লিঞ্চোলির কাছে মেঘ ভাঙা বৃষ্টিতে ভয়বহ পরিস্থিতি। বুধবার লিঞ্চোলিতে বাঁধভাঙা বৃষ্টি হয়েছে। বেড়েছে মন্দাকিনীর জলস্তরও। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই উত্তরাখণ্ডের তেহরি জেলায় ঘনসালিতে ২ জনের মৃত্যু হয়েছে। মুষলধারে ওই বৃষ্টিতে ধসে যায় একটি হোটেল। মৃত্যু হয় দুই পর্যটকের। নিখোঁজ আরও একজন। কেদারনাথ যাওয়ার পথে ভীম বালিতে মেঘভাঙা বৃষ্টির কারণে ধস নেমেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তায় বড় একটি অংশ। এর জেরে আটকে পড়েছে অন্তত ২০০ পুণ্যার্থী। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই নেমেছে উদ্ধারকারী দল। বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ শুরু করেছে। আটকে পড়া পুণ্যার্থীদের নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়ার কাজ চলছে। প্রবল বৃষ্টির জেরে গৌরীকুণ্ড ও শোনপ্রয়াগে বেড়েছে নদীর জলস্তর। মন্দাকিনী নদীর জলস্তর বেড়ে যাওয়ায় গৌরীকুণ্ড মন্দির খালি করা হয়েছে। বন্য়া পরিস্থিতি রুদ্রপ্রয়াগেও।