Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Weather Update | মেঘলা আকাশ, বাড়ছে অস্বস্তি, জানুন কোথায় কোথায় স্বস্তির বৃষ্টি? 

Updated : 30 Jul, 2023 9:53 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: আজ দিনের বেলায় আবহাওয়া (Weather) আংশিক মেঘলা। মাঝে মাঝে দেখা মিলছে রোদের। মূলত সকালে দিকে মেঘলা আকাশ। তবে বজায় রয়েছে ভ্যাপসা গরম। যার ফলে বাড়ছে অস্বস্তি। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। বেলা বাড়লে মেঘের সঙ্গে দেখা যাবে রোদের ঝলক। রাতেও আকাশ মূলত মেঘলা থাকবে। বেশি রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধেবেলাতেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। 

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস।  বঙ্গোপসাগরে তৈরি হওয়ার নিম্নচাপের প্রভাব অল্প মাত্রায় পড়বে দক্ষিণবঙ্গে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা সকালের দিকে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৮ ডিগ্রির আশেপাশে। তবে বজায় থাকবে ভ্যাপসা গরম। বিশেষ কোনও পরিবর্তন ঘটবে না আবহাওয়ার। তবে বিক্ষিপ্তভাবেই দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি।

হওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গ এ বার বর্ষা প্রথম থেকেই বিমুখ হয়ে রয়েছে। পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হচ্ছে না কোনও জেলাতেই। আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার তেমন হেরফের হওয়ার কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। দিনভর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কলকাতা শহরেও দেখা মিলবে কখনও মেঘেরও। 

এদিকে, উত্তরবঙ্গের জেলা গুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হবে ঝড় বৃষ্টি। বিশেষত জলপাইগুড়ি , কালিম্পং , কার্শিয়াং , আলিপুরদুয়ার , জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির দাপট বজায় থাকবে। আগামী দিনে বৃষ্টির দাপট আরও অনেকটাই বাড়বে বলে জানা গিয়েছে আবহাওয়া দফতরের তরফে।