Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

CM Mamata Banerjee | মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় নতুন উপদেষ্টা নিয়োগ

Updated : 25 Jul, 2023 3:27 PM
AE: Hasibul Molla
VO: Priti Saha
Edit: Silpika Chatterjee

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) নিরাপত্তায় (Security) নতুন উপদেষ্টা নিয়োগ করা হল। দায়িত্ব দেওয়া হয়েছে আইপিএস অফিসার (IPs Officer) রূপক কুমার দত্তকে (Rupak Kumar Dutta) পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করলেও সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তাঁর নিয়োগ অনুমোদন করানো হয়। অর্থা‍ৎ এখন থেকে রাজ্যের প্রশাসনিকনেত্রীর নিরাপত্তা দেখভালের গুরুদায়িত্ব সামলাবেন সিবিআইয়ের প্রাক্তন স্পেশাল ডিরেক্টর। মূলত, সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা ও রাজ্যের আইনশৃঙ্খলা বিষয়ে মুখ্যমন্ত্রীকে পরামর্শ দেবেন তিনি।

নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময়ে একাধিক বিষয় নিয়ে বিরোধীদের অসংখ্য অভিযোগ ছিল৷ শুধু তাই নয়, রাজ্যের বিভিন্ন অংশে অশান্তি নিয়েও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল। এই পরিস্থিতিতে এলাকার উন্নয়ন নিয়ে আরও কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, নির্বাচন মিটে গেলেও মন্ত্রিসভার সদস্যদের নিজের এলাকায় থাকতে হবে৷ এলাকা নিয়ে সতর্ক থাকতে হবে৷ পাশাপাশি যে-যে এলাকায় দলের ভাল ফল হয়েছে, মুখ্যমন্ত্রী সেই ভাল ফলের জন্য সকলকে শুভেচ্ছাও জানিয়েছেন। 

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসেই  রূপক কুমার দত্তের নাম প্রস্তাব করে রাজ্যের তরফে  রাজভবনে পাঠানো হয়। তারপর মে মাসে রাজ্যপাল সিভি আনন্দ বোস সেই প্রস্তাবে সায় দেন। সোমবার সেটাই মন্ত্রিসভার বৈঠকে উল্লেখ করা হয়। অর্থাৎ একেবারে নিয়ম মেনেই এই প্রাক্তন পুলিশ কর্তা মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ হলেন।সিবিআই অফিসার হিসাবে তিনি দায়িত্ব সামলেছেন প্রায় ১৮ বছর। ২০১৭ সালে সিবিআই ডিরেক্টর পদে অন্যতম দাবিদার ছিলেন তিনি। কিন্তু তাঁর পরিবর্তে সিবিআইয়ের ডিরেক্টর করা হয়েছিল অলোক ভার্মাকে। এর পর তার পেরেন্ট ক্যাডারে ফেরত যান এই আইপিএস কর্তা।  ২০১৭ সালে ফ্রেব্রুয়ারি মাসে তাঁকে কর্নাটক পুলিশের ডিরেক্টর জেনারেল পদে নিয়োগ করা হয়।