Placeholder canvas
কলকাতা রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

রাজ্যে কনকনে ঠাণ্ডার সঙ্গে বৃষ্টির আশঙ্কা!

Updated : 23 Jan, 2024 6:17 PM
AE: Hasibul Molla
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: কনকনে ঠাণ্ডায় কাঁপছে গোটা রাজ্য। উত্তরবঙ্গ (North Bengal) এবং দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে সারাবছরই তাপমাত্রা একটু বেশি থাকে। তবে রাজ্যের অনেক জেলায় বৃষ্টি ও ঘন কুয়াশা থাকবে। পাহাড়ে বৃষ্টির সাথে তুষারপাত হবে।

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে দাঁড়িয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। মেঘলা আকাশের সঙ্গে কুয়াশাও থাকবে। বীরভূমের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াস। গোটা বীরভূম জুড়েই চলবে শীতের দাপট। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৯১ শতাংশ। ৬ কিলোমিটারের থেকে কম গতিবেগে বইতে পারে হাওয়া। দিনভর বৃষ্টির সম্ভাবনা নেই।