Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য ট্রাম্প, মত আদালতের

Updated : 20 Dec, 2023 8:28 PM
AE: Hasibul Molla
VO: Avik Nandi
Edit: Silpika Chatterjee

ওয়াশিংটন: ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে (US Presidential Election 2024) লড়তে পারবেন না আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মঙ্গলবার কলোরাডো সুপ্রিম কোর্ট (Colorado Supreme Court) জানিয়েছে, ট্রাম্প নির্বাচনে লড়ার অযোগ্য। ২০২১ সালে ক্যাপিটলে (Capitol) তাঁর সমর্থকরা যে হামলা করেছিল, তাতে ট্রাম্পের উসকানির অভিযোগের জেরেই এই রায় দিয়েছে আদালত।

মার্কিন ইতিহাসে এই প্রথম কোনও প্রার্থীকে আদালত অযোগ্য বলে ঘোষণা করল। ট্রাম্পকে নির্বাচনে লড়ার অযোগ্য হিসেবে ঘোষণার ক্ষেত্রে রায়ের পক্ষে ভোট ছিল ৪–৩। মার্কিন সংবিধানে রয়েছে, যাঁরা বিদ্রোহের সঙ্গে জড়িত, তাঁদের কোনও পদে রাখা যাবে না। যদিও এই বিধান খুব কমই ব্যবহৃত হয়।