Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

কবে ওটিটিতে আসছে দ্য কেরালা স্টোরি? জানালেন আদাহ

Updated : 8 Feb, 2024 8:33 PM
AE: Samrat Saha
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee

মুম্বই: সুদীপ্ত সেন (Sudipto Sen) পরিচালিত ও বিপুল শা (Vipul Amrutlal Shah) প্রযোজিত ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) ছবি ঘিরে বিতর্কের ঝড় উঠেছিল সর্বত্র। কেউ ছবিটিকে সমর্থন করেছেন, কেউ আবার ছবির বিপক্ষে সরব হয়েছেন। কখনও রাজনৈতিক ভাবে, তো কখনও আবার চর্চায় উঠে এসেছে ছবিতে সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেওয়ার প্রসঙ্গ।

২০২৩ সালের ৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘দ্য কেরালা স্টোরি’। ছবিতে আদাহ শর্মার অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে অভিনেত্রী জানিয়েছেন ওটিটিতে ‘দ্য কেরালা স্টোরি’ মুক্তির তারিখ (The Kerala Story OTT Release)। অভিনেত্রী জানিয়েছেন, জি ফাইভে আসছে ছবিটি। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে জি ফাইভে (ZEE5) দেখা যাবে দ্য কেরালা স্টোরি। ওটিটিতে ছবির মুক্তি প্রসঙ্গে পরিচালক সুদীপ্ত সেন জানিয়েছেন, এমন একটি সংবেদনশীল বিষয়কে ঘিরে ছবি তৈরি করা খুব একটা সহজ কাজ নয়। আমরা নিজে থেকেই এই চ্যালেঞ্জ নিয়েছি বলা চলে। যদিও প্রত্যেক ছবি নির্মাতাই নিজের কাজের বিষয়ে একটা আশ্বাস চায়, একটা নিশ্চয়তা চায় আর দ্য কেরালা স্টোরির বক্স অফিস সেই নিশ্চয়তা আমাকে দিয়েছে।