Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

China | Corona | চিনে ফের চোখ রাঙাচ্ছে করোনা, জুনে পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা  

Updated : 26 May, 2023 5:34 PM
AE: Hasibul Molla
VO: Priti Saha
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: ২০২০ সাল থেকেই গোটা দুনিয়ায় দাপট দেখিয়ে বেড়িয়েছে করোনা ভাইরাস (Corona Virus)। বারবার ভোল বদলানোয় প্রায় তিন বছর করোনার চোখরাঙানি দেখেছে বিশ্ব। তবে আপাতত অনেকটাই নিয়ন্ত্রণে কোভিড গ্রাফ। কিন্তু এই পরিস্থিতিতে ফের চিনে (China) অব্যাহত অতিমারীর আতঙ্ক। এক সংবাদমাধ্যমের দাবি, সেদেশে সাপ্তাহিক সংক্রমণ বাড়তে বাড়তে সাড়ে ৬ কোটি ছুঁতে পারে জুনের শেষেই। 

চিনের মহামারি বিশেষজ্ঞ ঝং নানশান সোমবার জানিয়েছেন যে, এক্সবিবি ওমিক্রন উপরূপের সঙ্গে লড়াইয়ে পরীক্ষামূলক ভাবে দু’টি নতুন টিকা চালু করা হয়েছে। তবে খুব শীঘ্রই করোনার আরও তিন থেকে চারটি টিকা সরকারি অনুমোদন পাবে বলেও নাকি তিনি জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, গত বছরের শীতে কঠোর কোভিড শূন্য নীতির পথে হেঁটেছিল চিন। তবে সেই বিধিনিষেধ তুলে নিতেই নাকি করোনার প্রাদুর্ভাব শুরু হয়েছে।

 চিনে করোনার সংক্রমণে একদিনে সাড়ে ৩ কোটিরও বেশি মানুষের আক্রান্ত হওয়ার কথা জানা গিয়েছে। কার্যতই প্রবল ভাবে বিপণ্ণ হয়েছিল সেদেশের বিচারব্যবস্থা। হাসপাতালে বেড মিলছিল না। ওষুধও ছিল বাড়ন্ত। আপাতত সংক্রমণের সেই ধাক্কা সামলানো গেলেও নতুন করে চোখ রাঙাচ্ছে কোভিড-১৯। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, হু আগেই বলেছিল, অতিমারী এখনও শেষ হয়নি। চিনের   সংক্রমণ যেন সেকথাই মনে করিয়ে দিচ্ছে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, নতুন করে বেজিংয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লে তার প্রভাব কতটা পড়বে অন্য দেশগুলিতে? শঙ্কা কিন্তু রয়েই যাচ্ছে।