Placeholder canvas
কলকাতা শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ |
K:T:V Clock

Coronavirus | WHO | শেষ করোনা? বিশ্ববাসীকে স্বস্তির বার্তা ‘হু’-র

Updated : 6 May, 2023 2:09 PM
AE: Hasibul Molla
VO: Priti Saha
Edit: Monojit Malakar

নয়াদিল্লি : করোনার (Coronavirus) বিরুদ্ধে বিশ্ব (World) জুড়ে দীর্ঘদিনের লড়াই শেষে এবার স্বস্তির খবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (world health organization)। শুক্রবার হু (WHO)- এর তরফে জানিয়ে দেওয়া হল, কোভিড (Covid 19) অতিমারী আর ‘গ্লোবাল হেলথ এমার্জেন্সি’ বা ‘বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা’ নয়। হু- এর তরফে আরও জানানো হয়েছে, এর মানে এই নয় যে করোনা শেষ হয়ে গেছে। গত সপ্তাহেও প্রতি তিন মিনিটে বিশ্বে একটি প্রাণ কেড়েছে কোভিড। উল্লেখ্য, প্রায় ১ হাজার ২২১ দিন আগে উহানের পরিস্থিতি চিনের নজরে আসে।

২০২০ সালে ৩০ জানুয়ারি, প্রায় তিন বছর আগে কোভিড পরিস্থিতিকে ‘গ্লোবাল হেলথ এমার্জেন্সি’ বলে ঘোষণা করেছিল ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’। মারণ ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে বিশ্বের প্রায় সমস্ত প্রান্তেই জারি হয়েছিল লকডাউন। যার জেরে কাজ হারিয়েছেন অগণিত মানুষ। ভেঙে পড়েছে দেশের অর্থনীতি। কোভিডে প্রাণ গিয়েছে ৬৯ লক্ষেরও বেশি মানুষের। তবে লাগাতার টেস্টিং এবং টিকাকরণ অভিযান চালিয়ে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এই ভাইরাসকে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশগুলি এক হয়েছিল ভ্যাকসিন তৈরি থেকে শুরু করে বিভিন্ন ওষুধ তৈরিতে। ন্যাজাল ভ্যাকসিন থেকে শুরু করে বুস্টার ডোজ এই ভাইরাসকে খতম করার জন্য একাধিক অস্ত্র পেয়েছে সাধারণ মানুষ।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনাভাইরাস নিয়ে গা ছাড়া মনোভাব রাখা উচিত নয়। ভিড়ে গেলে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এই নিয়মগুলি মানতে হবে।

উল্লেখ্য, করোনার উৎস কোথায় এবং তা কীভাবে দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়েছিল তা নিয়ে এখনও জল্পনার সম্পূর্ণ ইতি ঘটেনি। ২০২০-র ৩০ জানুয়ারি কোভিডকে আপৎকালীন স্বাস্থ্য বিপর্যয় হিসেবে চিহ্নিত করেছিল হু। এদিকে সারা বিশ্বে হু হু করে ছড়াতে থাকে সংক্রমণ। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারত সহ একাধিক দেশে জারি করা হইয়েছিল কড়া লকডাউন।