Placeholder canvas
কলকাতা শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩ |
K:T:V Clock

Tripura Election – Manik Sarkar: ত্রিপুরা ভোটে লড়ছেন না মানিক সরকার

Updated : 24 Jan, 2023 4:29 PM
AE: Samrat Saha
VO: Soumi Ghosh
Edit: Arpan Ghosh

আগরতলা: ত্রিপুরায় বিধানসভা ভোটে লড়ছেন না মানিক সরকার (Manik Sarkar)। পুরনো সেনাপতিকে যুদ্ধের বাইরে রেখেই ত্রিপুরায় (Tripura) লড়তে চলেছে সিপিএম (CPM)৷ সোমবার আগরতলায় (Agartala) সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলী ও রাজ্য কমিটির বৈঠকে ছিলেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yehchuri)। সেখানেই মানিককে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়৷ কংগ্রেসের পাশাপাশি আদিবাসী সংগঠন তিপ্রা-মথা-কেও সঙ্গে নিতে চাইছে সিপিএম। প্রদ্যোৎ কিশোর মানিক্যের দল তিপ্রা মথা আলাদা লড়ে কাদের ভোট কেটে কার সুবিধা করতে চলেছে, শুরু হয়েছে সেই চর্চাও।

পুরো খবর শুনুন পডকা’