Cyclone Biparjoy | ক্রমশ তীব্র হয়ে বিপর্যয়ের আশঙ্কা সাইক্লোনের, তিন রাজ্যে সতর্কতা জারি
নয়াদিল্লি: ক্রমশ তীব্র হচ্ছে ঘূর্ণিঝড়। মৌসম ভবন জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই সেই ঝড় আরও তীব্রতর হয়ে বিপর্যয়ের আকার নিতে চলেছে। জানা গিয়েছে, পূর্ব-মধ্য আরব সাগরে তৈরি হওয়া এই সাইক্লোন ক্রমশ উত্তরে এগিয়ে যাচ্ছে। শুক্রবার মধ্যরাত পর্যন্ত গোয়া থেকে ৬৯০ কিলোমিটার পশ্চিমে, মুম্বই থেকে ৬৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এর অবস্থান। সাইক্লোনের প্রভাবে সমুদ্র উত্তাল হতে শুরু করেছে।
মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ক্রমশ তীব্র আকার নিয়ে ওই সাইক্লোন উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। পরবর্তী তিনদিনে সেটি এগোবে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। হাওয়া অফিস সূত্রে খবর, ঝড়ের চেহারা যত ভয়ঙ্কর হবে, ততই ফুঁসবে সমুদ্র। ইতিমধ্যেই তিথল ও ভালসাদের মতো সমুদ্র সৈকতগুলিতে সমুদ্রের ঢেউ বলে দিচ্ছে, বিপর্যয় আসন্ন। আগামী ১৪ জুন পর্যন্ত সৈকতগুলিতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি সমুদ্রে যেতে প্রশাসনের তরফে সতর্কবার্তা দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। মৎস্যজীবীদেরও আপাতত সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। একাধিক উপকূলবর্তী এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর।
আবহাওয়া দফতর সূত্রে খবর, এই ঘূর্ণিঝড়ের প্রভাব গুজরাতের উপকূলেবর্তী অঞ্চলগুলিতে পড়বে। সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূলে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার হতে পারে। শনি ও রবিবার এই গতিবেগ আরও বাড়তে পারে বলে জানিয়েছে মৌসমভবন।