ভয়ঙ্কর ঘুর্ণিঝড়, ২০০ কিমি বেগে ল্যান্ডফল! কবে, কোথায়?
ফ্রান্স: মাঝরাতে আচমকা আছড়ে পড়ল শক্তিশালী সাইক্লোন (Cyclone Chido)। ঘন্টায় ২০০ কিলোমিটার বেগে হল ল্যান্ডফল। আর তাতেই বিপন্ন হয়ে পড়লেন হাজারো মানুষ। অনেকেই ঢলে পড়েছেন মৃত্যুর মুখে, আবার অনেকেই হয়েছেন ঘরছাড়া। কেউ কেউ প্রাণে বাঁচলেও হারিয়েছেন পরিজনদের। সাইক্লোন সিডোর তান্ডবে এমনই অবস্থা ফ্রান্সের একটি শহরের। আসলে এই ঘুর্ণিঝড়ের প্রভাবে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্রান্স (France) দেশের মেয়োট (Mayotte) শহর। সেখানের বেশিরভাগ বাড়িঘর ভেঙে গিয়েছে, উপড়ে পড়েছে সমস্ত গাছপালা। এককথায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে মেয়োট শহর।
মেয়োট শহরের এক সিনিয়র সরকারি অফিসারের মতে, গভীর রাতে ল্যান্ডফল করে ভারত মহাসাগরে তৈরি হওয়া এই সাইক্লোন। সেই কারণে মারাত্মক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তাঁর মতে, এই ঝড়ের তান্ডবে শতাধিক এমনকি হাজারো মানুষের প্রাণনাশের আশঙ্কা করা হচ্ছে। এদিকে আবহাওয়াবিদদের মতে, এই সাইক্লোন শতাব্দীর সবথেকে শক্তিশালী ছিল, এর আগে ফ্রান্স বা ইউরোপের কোনও অঞ্চলে এমন দানবীয় ঘুর্নিঝড়ের তান্ডবলীলা দেখা যায়নি।
ফ্রান্সের প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে মেয়োট শহরে উদ্ধারকাজ শুরু হয়েছে। তবে ফ্রান্সের ভারত মহাসাগরীয় অঞ্চলে বেশ কয়েকটি বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে উদ্ধারকাজ সম্পন্ন করতে সময় লাগবে। ফ্রান্স সরকার ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এই শহরে অতিরিক্ত সেনা, সামগ্রী এবং চিকিৎসা সরঞ্জাম পাঠানো হয়েছে।