Cyclone Alert | জুন মাসের দ্বিতীয় সপ্তাহে তাণ্ডব চালাবে জোড়া সাইক্লোন
কলকাতা: কিছুদিন আগেই বাংলাদেশ-মায়নমার সীমান্তে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় মোকা। কিন্তু পশ্চিমবঙ্গের এর কোনও প্রভাব সরাসরি পড়েনি। এবার ধেয়ে চলতি মাসেই তাণ্ডব চালাবে জোড়া সাইক্লোন (Cyclone)। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় তেজ ও বিপর্যয়। আরব সাগর (Arabian Sea) ও বঙ্গোপসাগরে (Bay of Bengal) জোড়া ঘূর্ণিঝড় জুন মাসের দ্বিতীয় সপ্তাহে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগর নাকি আরব সাগর, কোন ঘূর্ণিঝড় আগে পরিণত হবে, তা এখনও স্পষ্ট নয়। যে ঘূর্ণিঝড় আগে হবে তার নামই হবে বিপর্যয়।
বিশ্বের বিভিন্ন মডেল জানাচ্ছে জুন মাসের ৮-১০ জুনের মধ্যে দুটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জুনের ৪ তারিখ অর্থাৎ আগামী রবিবার থেকে সোমবারের মধ্যে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। যদিও ভারতের মৌসম ভবন এখনও ঘূর্ণিঝড়ের কোনও পূর্বাভাস দেয়নি। তবে মায়ানমার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত এবং দক্ষিণ পূর্ব আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। তা জানিয়েছে মৌসম ভবন। দক্ষিণ-পূর্ব আরব সাগরের ৫ জুন ঘূর্ণাবর্ত তৈরি হবে। ৬-৭ জুনের মধ্যে তা নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে ভারতের মৌসম ভবন।
বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় আন্দামান সাগরে তৈরি হয়ে বঙ্গোপসাগরের দিয়ে মায়ানমার ও বাংলাদেশ উপকূলের দিকে আসতে পারে বলে সম্ভাবনা রয়েছে। আরব সাগরের ঘূর্ণিঝড়টি সমুদ্রের মধ্যেই উপকূল বরাবর এগিয়ে যাবে গুজরাতের দিকে। তবে নিম্নচাপ তৈরির আগেই ঘূর্ণিঝড়ের গতিপথ সম্পর্কে সঠিক তথ্য দেওয়া যাবে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। উত্তর আন্দামান সাগরে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ৮-৯ জুনের মধ্যে নিম্নচাপটি পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। এর নাম হতে পারে ‘বিপর্যয়’, যা নামকরণ করেছে বাংলাদেশ। তবে তা কোন অভিমুখে যাবে এবং কোন কোন এলাকার উপর প্রভাব ফেলবে তা এখনও স্পষ্ট নয়।
অন্যদিকে জুনের দ্বিতীয় সপ্তাহে আরব সাগরে আরও একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে। ৫ থেকে ৭ জুনের মধ্যে তা নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানা গিয়েছে। কেরালা উপকূলবর্তী এলাকায় তা নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে। উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে ঘূর্ণিঝড় ‘তেজ’।
জুনের শুরুতেই রাজ্যে তাপপ্রবাহের (Heat Wave) সতর্কতা জারি করেছিল আবহাওয়া অফিস। বলেছিল, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে পশ্চিমের কয়েকটি জেলায়। কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গে (South Bengal) গরম ও অস্বস্তি বাড়বে। উত্তরবঙ্গের নীচের কয়েকটি জেলাগুলিতে তাপপ্রবাহের (Heat Waves) পরিস্থিতি তৈরি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জেলাগুলিতে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে৷ কলকাতাতেও আগামী কয়েক দিনে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে শহরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে অস্বস্তিকর গরমও। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। মাঝে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে৷ তবে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই।