
সপ্তাহান্তে ঘূর্ণিঝড় ‘রেমাল’, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত
কলকাতা: সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে মধ্য বঙ্গোপসাগরে (Bay of Bengal)। আজ তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার এই গভীর নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে। রবিবার সন্ধের পর ঘূর্ণিঝড়ের (Cyclone) ল্যান্ডফলের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই ঘূর্ণিঝড়ের নাম ‘রেমাল’ (Remal)। নাম দিয়েছে ওমান। আরবি ‘রেমাল’ শব্দের অর্থ বালি। রবিবার সন্ধের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা ও বাংলাদেশের খুলনা-বরিশাল এলাকায় মধ্যে কোথাও স্থলভাগে প্রবেশের সম্ভাবনা ঘূর্ণিঝড়ের। সেই সময় গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ ১২০ থেকে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
শুক্রবার দক্ষিণবঙ্গে (South Bengal) সকাল থেকে গরম, অস্বস্তি। হালকা ঝড় আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। থাকছে বজ্রপাতের আশঙ্কাও। কাল শনিবার ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা উপকূলে। বজ্রবিদ্যুৎসহ ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি পড়ার পূর্বাভাস রয়েছে।